মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
প্রথম পাতা » সিলেট » উপকূল অতিক্রম করে রিমালের অবস্থান সিলেটে!
উপকূল অতিক্রম করে রিমালের অবস্থান সিলেটে!
নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করে এখন দেশের উত্তরপূর্বাঞ্চল সিলেটে অবস্থান করছে। তবে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।
এ অবস্থায় সারাদেশে হালকা থেকে ভারী বৃষ্টির আভাস থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৮মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ জানানো হয়েছে।
পূর্বাভাসে রিমালের বর্তমান অবস্থা জানিয়ে বলা হয়, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি পর দুর্বল হয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
বৃষ্টির সম্ভাবনা নিয়ে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
বিষয়: #সিলেটে