

রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মানব কল্যাণ কর্মসূচীর উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মানব কল্যাণ কর্মসূচীর উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বে-সরকারী সংস্থা মানব কল্যাণ কর্মসূচী’র উদ্যোগে অতিদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
অতিদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক, আত্মকর্মসংস্থান ও টেকসই উন্নয়নের লক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ক্ষেতলাল উপজেলার তেলাবদুল মানব কল্যাণ কর্মসূচী’র নিজস্ব কার্যালয়ে বিনামূল্যে ১৫ জন উপকারভোগী পরিবারের মাঝে দুইটি করে ৩০টি ছাগল বিতরণ করা হয়।
মানব কল্যাণ কর্মসূচী’র সভাপতি আব্দুর রউফ মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন ক্ষেতলাল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পলাশ চন্দ্র রায়।
সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন ক্ষেতলাল উপজেলা সমাজসেবা অফিসার মোয়াজ্জেম হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, বড়তারা ইউনিয়র পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপকারভোগী ও স্থানীয়দের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।
বিষয়: #কর্মসূচী #কল্যাণ #ক্ষেতলাল #জয়পুরহাট #মানব
