

সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আলোকিত ব্যক্তিত্ব » মৌলভীবাজারের কবি, লেখক, সাংবাদিক সৌমিত্র দেবের স্মরণ সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের কবি, লেখক, সাংবাদিক সৌমিত্র দেবের স্মরণ সভা অনুষ্ঠিত
জিতু তালুকদার :: সদ্যপ্রয়াত মৌলভীবাজারের কবি, লেখক, রেডটাইমস ডটকম ডটবিডি এর সম্পাদক ও প্রকাশক, লীলা নাগ স্মৃতি পরিষদের সহ-সভাপতি ও ঘড়ুয়া গ্রামের শহীদ সারদা-অন্নদা স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৌমিত্র দেবের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার বিকেলে।
লীলা নাগ স্মৃতি পরিষদ ও সৈয়দ মুজতবা আলী পরিষদের যৌথ উদ্যোগে এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন লীলা নাগ স্মৃতি পরিষদের সভাপতি এড. রমা কান্ত দাশ গুপ্ত। উপস্থাপনা করেন মৃৎনাট্য’র প্রধান নির্বাহী শাহীন ইকবাল। বিকেল ৫টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এ স্মরণ সভায় অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, লীলা নাগ স্মৃতি পরিষদের উপদেষ্টা ডা. এম এ আহাদ, বিশিষ্ট লেখক-মুক্তিযুদ্ধ গবেষক, প্রবীণ সাংবাদিক, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ ও মৌলভীবাজারের আয়কর উপদেষ্টা বদরুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মুজতবা আলী পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
সদ্যপ্রয়াত সৌমিত্র দেবের স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন এসএসসি ‘৮৬ গ্রুপের অন্যতম সংগঠক মনসুর চৌধুরী টিপু, সিনিয়র শিক্ষক ও লেখক কন্দর্প বিজয় চৌধুরী, ছড়াকার মহিদুর রহমান, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক নুরুল ইসলাম, ঘড়ুয়া গ্রামের শহীদ সারদা-অন্নদার নাতবৌ, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও শহীদ সারদা-অন্নদা স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কল্যাণী দাশ গুপ্তা, সৌমিত্র দেবের বন্ধু সৈয়দ বদরুল হক টিটো, সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী (মসু), মাওলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, রাজনগর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শেখ শাহানারা রুবি, শিক্ষক ধীরাজ ভট্টাচার্য দুলাল ও লীলা নাগ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক খছরু চৌধুরী। বক্তারা শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অংগনে সৌমিত্র দেবের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিষয়: #অনুষ্ঠিত #কবি #দেব #মৌলভীবাজার #লেখক #সভা #সাংবাদিক #সৌমিত্র #স্মরণ
