

সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্রগ্রামে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ইয়াবাসহ মাদককারবারী আটক
চট্রগ্রামে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ইয়াবাসহ মাদককারবারী আটক
মনির হোসেন ::
চট্টগ্রামের গহিরায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ ১ জন কুখ্যাত মাদক কারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (২১ এপ্রিল) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ এপ্রিল সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন গহিরা সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কাঠের বোট তল্লাশি করে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা, ৩টি দেশীয় অস্ত্র, নগদ ১৭ হাজার ২৪০ টাকা এবং ৯০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী মোঃ শওকত আলী (৩২) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চট্টগ্রামের আনোয়ারা থানার বাসিন্দা।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা, নগদ টাকা ও আটককৃত কাঠের বোট এবং ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #আগ্নেয়াস্ত্র #আটক #ইয়াবা #কোস্টগার্ড #চট্রগ্রাম #মাদককারবারী
