বৃহস্পতিবার ● ১৩ জুন ২০২৪
প্রথম পাতা » বিশ্ব » ৩০০ কোটির সম্পত্তির জন্য শ্বশুরকে খুন করালেন পুত্রবধূ
৩০০ কোটির সম্পত্তির জন্য শ্বশুরকে খুন করালেন পুত্রবধূ
রাস্তায় হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় মৃত্যু হয়েছিল ৮২ বছর বয়সী এক বৃদ্ধের। প্রাথমিকভাবে একে দুর্ঘটনাই ভেবেছিল পুলিশ। তবে এরপরই রহস্যের জট খুলতে থাকে। বেরিয়ে এলো ঘটনার পেছনের আরেক কাহিনী।
জানা যায় নিছক কোনও দুর্ঘটনা নয়, পুরোপুরি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এটি। পুলিশ জানিয়েছে, ৩০০ কোটি রুপি মূল্যের পারিবারিক সম্পত্তির জন্য ওই ব্যক্তির পুত্রবধূ তার শ্বশুরকে হত্যার ষড়যন্ত্র করেন।
ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।
সংবাদ সংস্থা পিটিআইকে তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শ্বশুরের বিপুল পরিমাণ সম্পত্তি হাতাতে ছক কষেছিলেন অর্চনা। কিন্তু কীভাবে সেই খুনকে দুর্ঘটনা বলে দেখানো যায়, তারও ছক কষেছিলেন।
পুলিশ জানিয়েছে, শ্বশুরকে খুন করার জন্য এক দুষ্কৃতিকারীকে ভাড়া করেন অর্চনা। শুধু তাই-ই নয়, ওই দুষ্কৃতিকারীকে বেশ কিছু টাকাও দিয়েছিলেন একটি পুরোনো গাড়ি কেনার জন্য। সেই গাড়ি দিয়েই বৃদ্ধকে চাপা দেওয়ার পরিকল্পনা করেছিলেন অর্চনা।
ঘটনার দিন অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পুরুষোত্তম। সেখান থেকে ফিরছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছনে থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল বৃদ্ধের। সেই ঘটনাকে দুর্ঘটনা হিসাবেই প্রাথমিকভাবে মামলা রুজু করা হয়েছিল। কিন্তু তদন্তে পুরুষোত্তমের পুত্রবধূর কিছু গতিবিধি অস্বাভাবিক ঠেকে পুলিশের চোখে। তারপর থেকে অর্চনার ওপর নজরদারি বৃদ্ধি করে পুলিশ।
তদন্তে পুলিশ জানতে পারে, শ্বশুরকে হত্যা করার জন্য পরিবারের গাড়িচালক বাগড়ে এবং তার দুই সঙ্গী নীরজ নিমচে এবং সচিন ধার্মিককে এক কোটি টাকা দিয়েছিলেন অর্চনা। অর্চনাসহ চার জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শহর উন্নয়ন দফতরের অতিরিক্ত কর্মকর্তা অর্চনা। তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিজের প্রভাব খাটিয়ে অনেক দুর্নীতিমূলক কাজ করেছেন তিনি। রাজনৈতিক প্রভাব থাকায় কোনও পদক্ষেপই করা হয়নি অর্চনার বিরুদ্ধে। তাকে ইতোমধ্যেই খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে গাড়িচালক এবং তাঁর দুই সঙ্গীকেও।
বিষয়: #পুত্রবধূ