

মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মৌলভীবাজারে বজ্রপাতে ধান কাটাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু!
মৌলভীবাজারে বজ্রপাতে ধান কাটাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু!
জিতু তালুকদার, মৌলভীবাজার:
মৌলভীবাজারে বুরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে মিলাদ মিয়া (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২২ এপ্রিল (মঙ্গলবার) সকাল সারে ১১ টার দিকে সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাগুরিয়া গ্রামের ভাই কাউয়াদীঘি হাওর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলাদ মিয়া পাগুরিয়া গ্রামের তাজুদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পাকা বুরো ধান কাটতে পিতা তাজুদ মিয়ার সাথে গ্রামের কাউয়াদীঘি হাওরে যান মিলাদ মিয়া। এসময় সাথে ছিলেন তাঁর আরো দুই ভাই। ধান কাটা অবস্থায় সকাল সারে ১১ টার দিকে হটাৎ বিকট শব্দে বজ্রপাতের কবলে পড়েন তিনি। লুটিয়ে পড়েন ধান ক্ষেতের মাঝেই। সেখানেই তাঁর মৃত্যু হয়। তবে এ ঘটনায় ক্ষেতের মাঠে থাকা মিলাদ এর পিতা ও দুই ভাই নিরাপদে আছেন বলে জানা গেছে। পারিবারিক সূত্র জানায়, বজ্রপাতে নিহত কৃষক মিলাদ মিয়া বিবাহিত। তাদের দুই শিশু সন্তান রয়েছে। এছাড়াও তারা পাঁচ ভাই ও এক বোন।
আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শামীম আহমদ জানান, খবর পেয়ে আমি হাসপাতালে ছুটে এসেছি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রাখা আছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, শুনেছি বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে তবুও আমরা তদন্ত করে দেখছি। তার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
বিষয়: #কাটাতে #কৃষক #ধান #বজ্রপাত #মর্মান্তিক #মৃত্যু #মৌলভীবাজার
