

বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রংপুর » বিএনপি’র হাইব্রিড নেতাদের কারণে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে অভিযোগ বিএনপি নেতা সাহাজুল ইসলামের
বিএনপি’র হাইব্রিড নেতাদের কারণে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে অভিযোগ বিএনপি নেতা সাহাজুল ইসলামের
বিএনপি’র হাইব্রিড নেতাদের কারণে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে অভিযোগ বিএনপি নেতা সাহাজুল ইসলামের
মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর):
বিএনপির হাইব্রিড নেতাদের কারণে আওয়ামীলীগ আবারো পুর্নবাসীত হচ্ছে বলে অভিযোগ করেছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।
২১ এপ্রিল সন্ধ্যায় উচ্চ বিদ্যালয় মাঠে পার্বতীপুর উপজেলার ৭ নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জোবায়দুর রহমান।
সভায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম তার বক্তৃতায় বলেন আমরা দীর্ঘদিন দলের জন্য জেল জুলুম সহ্য করে কাজ করে যাচ্ছি,
মনোনয়ন পেলে আমাদের মধ্যে কারো পাওয়া উচিত বহিরাগত অন্য কেউ নয়।
হাইব্রিড নেতাদের ফ্যাসিস্ট আওয়ামীলীগ পুনর্বাসিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।রেজাউল হক সাহেব তার বক্তৃতায় বলেন আমাদের দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান একজন বিচক্ষণ নেতা তিনি যোগ্য নেতাকেই দলীয় মনোনয়ন দিবেন বলে আশা প্রকাশ করি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম,
পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র এ জেড এম মিনহাজুল হকসহ ফুলবাড়ী ও পার্বতীপুর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়: #আওয়ামীলীগ #পুনর্বাসিত #বিএনপি #সাহাজুল
