

বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খুলনা » দৌলতপুরে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরন।
দৌলতপুরে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরন।
খন্দকার জালাল উদ্দীন :
কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. আলী আহমেদ, চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেন,বি সি আই সির ডিলার মোঃ মহসিন আলী, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন) , আহমেদ রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের সাধারণ সম্পাদক আকাশ আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম জানান, পাট উৎপাদন
বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। তিনি আরো জানান ১৫০০ জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝেপাটের বীজ ১ কেজি, ৫ কেজি ডিএফপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়াও, একদিন দুপুরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয় । এ সময় ২০ জন কৃষকের মাঝে আদার বীজ ৩ কেজি, রাসায়নিক সার ২০ কেজি , জৈব সার ৫ কেজি, একজন করে ৩০টা বস্তা, ও একটি করে সাইনবোর্ড প্রদান করা হয়।
বিষয়: #চাষী #দৌলতপুর #পাট #প্রান্তিক #বিতরন #বিনামূল্যে #বীজ #মাঝে #সার
