

শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশ থেকে তৈরী পোষাক আমদানী বন্ধ করতে যাচ্ছে ইউরোপের বড় পাঁচটি কোম্পেনী
বাংলাদেশ থেকে তৈরী পোষাক আমদানী বন্ধ করতে যাচ্ছে ইউরোপের বড় পাঁচটি কোম্পেনী
মতিয়ার চৌধুরী, লন্ডন::
বাংলাদেশ থেকে তৈরী পোষাক আমদানী বন্ধ করতে যাচ্ছে ইউরোপের বৃহৎ পাঁচটি পোষাক আমদানীকারক প্রতিষ্ঠান।
বিশেষ সুত্রে যে প্রতিষ্ঠান গুলো নাম জানা যাচ্ছে সে সব প্রতিষ্ঠানগুলো হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক মার্ক এন্ড স্পেনসার এই প্রতিষ্টানটি বছরে বাংলাদেশ থেকে ৭৮ কোটি মার্কিন ডলারের পোষাক আমদানী করে থাকে এর পরে রয়েছে স্পেন ভিত্তিক পোষাক আমদানী কারক প্রতিষ্ঠান ইন্ডিটেক্স এই প্রতিষ্ঠানটি বছরে ২১৮ কোটি মার্কিন ডলারের পোষাক আমদানী করে থাকে বাংলাদেশ থেকে। স্পেন ভিত্তিক অপর পোষাক আমদানীকারক প্রতিষ্ঠান হচ্ছে হেনেক্স এন্ড মৌরিথাস এই প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশী ২৫৯ কোটি মার্কিন ডলারের পোষাক আমদানী করে থাকে। এর পরে রয়েছে ডেনমার্কের বেষ্টসেলার এই কোম্পেনীটি বছরে বাংলাদেশ থেকে ৭৯ কোটি মার্কিন ডলারের পোষাক আমদানী করে থাকে। আয়ারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান প্রাইমার্ক বছরে বাংলাদেশ থেকে আমদানী করে ১১২ কোটি মার্কিন ডলারের পোষাক । ইউরোপের নামী এইপাঁচটি কোম্পেনী পোষাক আমদানী বন্ধ করে দিলে বাংলাদেশ বছরে বছরে ৭শত কোটি ৪৬লক্ষ মার্কিন ডলারের বাজার হারাতে পারে।
এসব কোম্পেনীর সাথে যোগাযোগ করে জানা গেছে বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান থেকে তারা নিয়মিত পোষাক আমদানী করে থাকেন এর মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্টান বন্ধ হয়ে গেছে, অন্যান্যরাও সময়মত মালামাল সর্বরাহ করতে পারছেনা।
এছাড়া পোষাক আমদানীকারকরা বাংলাদশের রাজনৈতিক অস্থিরতাকে দ্বায়ী করছেন। তাদের ভাষ্য হচ্ছে ২০২৪ সালের আগষ্টের পর থেকে বাংলাদেশে যে ভাবে উগ্রবাদের উত্থান ঘটেছে এতে তারা শংকিত। প্রাইম মার্ক এবং মার্ক এন্ড স্পেনসারের দুজন শীর্ষ কর্মকর্তার ভাষ্য মতে বাংলাদেশের রাজপথে তারা বিশ্বব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আইএস-এর পতাকা হাতে শোডাউন দেখে উদ্বিগ্ন। এছাড়া বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিও তাদের ভাবনার কারণ। এই অবস্থায় তারা বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহ হারিয়ে ফেলছেন। বিকল্প হিসেবে এই কোম্পেনীগুলো চীন, ভারত-পাকিস্তান মরিশাস ও থাইওয়ানের দিকে ঝুঁকে পড়ছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এলেক্স স্মীথের মতে বাংলাদেশের রাজনীতি স্থীতিশীল না হলে বাংলোদেশের পক্ষে এই বাজার ধরে রাখা সম্ভব নয়। কোন দেশে স্থিতিশীল সরকার না থাকলে বিদেশীরা ব্যবসা বানিজ্যে আগ্রহী হয়না। বাংলাদেশের পোষাক খাতের বড় অন্তরায় হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, দেশটির আইন শৃঙ্খলার অবনতি ও উগ্রবাদের উত্থান।
বিষয়: #আমদানী #ইউরোপ #করতে #কোম্পেনী #তৈরী #থেকে #পাঁচটি #পোষাক #বন্ধ #বাংলাদেশ #বড় #যাচ্ছে
