

শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খুলনা » আল্লার দর্গা প্রেসক্লাবের মাসিক সভা
আল্লার দর্গা প্রেসক্লাবের মাসিক সভা
নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা প্রেসক্লাবের মাসিক সভা শুক্রবার সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচ্য বিষয় সমূহ আলোকপাত করেন। আলোচনার বিষয় আল্লার দর্গায় ”ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রসঙ্গে” আল্লার দর্গা বাজারের দক্ষিণে প্রায় এক কিলোমিটার ড্রেন দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে আছে। ড্রোনটি ২০১৩ সালে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও সেটি অদ্যবধি সংস্কার করা হয়নি। মাঝেমধ্যে নামমাত্র কিছু সংস্কার করা হলেও সেটা মানসম্মত নয়। ড্রেন টি বেশ কিছু স্থানে স্লাব ভেঙে গিয়ে মাটিতে বন্ধ হয়ে গেছে। পানির প্রবাহ যেতে চায় না, সামনে বর্ষায় এই ড্রেনটি কোন কাজে আসবে না।
যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জানাতে চাই অল্প কিছু ব্যয় করলে ড্রেনটি পুনরায় চালু করা সম্ভব হবে এবং ড্রেনটি চালু হলে বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা কিছুটা হলেও সচল হবে। আলোচনা শেষে বাজারের উত্তর পাশে আরেকটি ড্রেন চরম প্রয়োজন, দ্রুত এ ড্রোনটি না হলে বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়বে।
সভায় দৌলতপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক ব্যবসা সম্পর্কে ব্যাপক আলোচনা হয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে, প্রশাসনের কাছে বিচার চেয়ে অনেকেই ব্যর্থ হয়েছে, দুই মাসে বেশ কয়েকটি খুন জখমের খবর পাওয়া গেছে। ভারত থেকে প্রচুর পরিমান মাদক দেশে প্রবেশ করছে, আইন-শৃঙ্খলা বাহিনী কিছুটা প্রতিহত করলেও থেমে নেই মাদকের ব্যবসা। ব্যাপক আলোচনা শেষে সাংবাদিকগণ একমত প্রকাশ করেন।
প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও সাপ্তাহিক সোনার বাংলা প্রতিনিধি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ও জনকণ্ঠ প্রতিনিধি মোঃ সাইদুল আনাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও গণকণ্ঠ প্রতিনিধি মোঃ সম্রাট আলী,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ সেলিম রেজা, দফতর সম্পাদক সোনালী কন্ঠ প্রতিনিধি মোঃ মিলন আলী, সাপ্তাহিক দৌলতপুর বার্তা প্রতিনিধি কামরান আহমেদ রাজীব, ফটোসাংবাদিক যোহন মন্ডল, আজকের সূত্রপাত প্রতিনিধি মোঃ আশিক ইসলাম, আন্দোলনের বাজার পত্রিকার দৌলতপুর প্রতিনিধি মোঃ সেলিম রেজা, হিসনা বানী প্রতিনিধি মোঃ জহুরুল ইসলাম, দৈনিক অগ্নিশিখা প্রতিনিধি নাজমুস সাদাত খান সজীব, দৈনিক দেশের বাণী প্রতিনিধি সাহাবুল মোহাম্মদ প্রমূখ।
বিষয়: #আল্লার #দর্গা #প্রেসক্লাব #মাসিক #সভা
