

রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজার উচ্চশিক্ষা পুনর্গঠনে লন্ডনে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
গাজার উচ্চশিক্ষা পুনর্গঠনে লন্ডনে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
লন্ডন প্রতিনিধি: আজিজুল আম্বিয়া
ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত গাজা উপত্যকার উচ্চশিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে লন্ডনের কিংস কলেজের লুকাস লেকচার থিয়েটারে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টায় শুরু হওয়া এই সম্মেলনে শিক্ষা, স্বাস্থ্য এবং মানবিক সহায়তা খাতে কাজ করা আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।
সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন যুক্তরাজ্যে ফিলিস্তিন মিশনের প্রধান অ্যাম্বাসেডর হুসাম জোমলট। ফিলিস্তিনের বর্তমান ভয়াবহ অবস্থা তুলে ধরে তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজন সহমর্মিতা, সহযোগিতা এবং শিক্ষার প্রতি অঙ্গীকার।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. খালেদা জহির (সিইও, রিফিউজি ক্রাইসিস ফাউন্ডেশন), প্রফেসর মাহমুদ লৌবানি (চেয়ার, পামেড একাডেমি), প্রফেসর জাবর আল-দাউর (প্রেসিডেন্ট, ইউনিভার্সিটি অব প্যালেস্টাইন), মি. টিম গুডেকার (রয়্যাল কলেজ অব সার্জনস অব ইংল্যান্ড), প্লাস্টিক সার্জন ভিক্টোরিয়া রোজ, ড. লুসিয়া প্রাডেলা (KCL UCU), ড. নাজি শাত (ডিন, ডেন্টাল স্কুল, ইউনিভার্সিটি অব প্যালেস্টাইন), মাসুম মাহবুব (সিইও, হিউম্যান কনসার্ন ইউএসএ), এবং আমিরা নিমারাওই (সিইও, হেলথ ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী, সাংবাদিক তাওহিদুল করিম মুজাহিদ, সাংবাদিক ড.আজিজুল আম্বিয়া সহ বহু বিশিষ্টজন। বক্তারা গাজার পরিস্থিতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিশ্ববাসীর প্রতি ভঙ্গুর ফিলিস্তিনকে সাহায্য করার আহ্বান জানান।
সম্মেলনের দ্বিতীয় পর্বে গাজার ডেন্টাল হেলথ পুনর্গঠনের জন্য একটি চ্যারিটি ডিনার আয়োজন করা হয়। সেখানে হিউম্যান কনসার্ন ইউএসএ-এর সিইও মাসুম মাহবুব গাজার চিকিৎসা খাতে ১ লাখ ব্রিটিশ পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দেন। আরও বিভিন্ন উৎস থেকে প্রায় ১ লাখ পাউন্ডের প্রতিশ্রুতি আসে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজার চিকিৎসক ও শিক্ষকরা সম্মেলনে যুক্ত হয়ে সরাসরি গাজার মাটির বাস্তবতা তুলে ধরেন, যা উপস্থিত অতিথিদের গভীরভাবে নাড়া দেয়।
এই সম্মেলন শুধু একত্রিত হওয়ার নয়, বরং ক্ষতিগ্রস্ত শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো পুনর্গঠনে বাস্তবিক সহায়তার অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
বিষয়: #অনুষ্ঠিত #আন্তর্জাতিক #উচ্চশিক্ষা #গাজা #পুনর্গঠন #লন্ডন #সম্মেলন
