

সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পুত্রের বিরুদ্ধে বৃদ্ধ পিতার সংবাদ সম্মেলন
পুত্রের বিরুদ্ধে বৃদ্ধ পিতার সংবাদ সম্মেলন
সম্পত্তির আতœসাতে পিতাকে মারপিট
::পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: জীবন সায়াহ্নে ছেলের দ্বারা শারীরীক লাঞ্চিত ও নিগৃহিত হওয়ার পর অক্ষর জ্ঞানহীন মাকে সাথে নিয়ে ছেলে নাজমুল ইসলাম সংবাদ সম্মেলনে পিতা নওয়াব আলী (৮০) বিরুদ্ধে চরম মিথ্যা ও কুৎসা রটাচ্ছেন। খুলনার পাইকগাছায় দক্ষিণ সলুয়া গ্রামের এ বৃদ্ধ কপিলমুনি প্রেসক্লাবে সোমবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলন করেন। তিনি লিখিত পাঠ করে জানান, গত ২৬ এপ্রিল শনিবার দুপুরে আমার ঔরাসজাত বড় ছেলে নাজমুল ইসলাম তার গর্ভধারীনি মাতা মোছাঃ ছবুরা বেগমকে সাথে নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে উল্লেখ করা হয় তার স্ত্রী লিখিত বক্তব্য পাঠ করেছেন। প্রকৃত পক্ষে সে লেখাপড়া জানেনা, তাহলে কিভাবে লিখিত বক্তব্য পাঠ করল? মূলত তার অবাধ্য ছেলে নাজমুল তার মাকে ভুল বুঝিয়ে সংবাদ সম্মেলনস্থলে নিয়ে ছবি পোজ দিয়ে ঐ বয়ানপত্রে স্বাক্ষর নিয়ে সামাজিকভাবে নতুন করে নিজেদেরকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছে। বৃদ্ধ নওয়াব আলী ১৯৬৮ সালে এসএসসি ও ’৭২ সালে এইচএসসি পাশ করেন। গত ১১ এপ্রিল ছেলে নাজমুল স্বস্ত্রীক বৃদ্ধ পিতাকে চরমভাবে অপমান ও শারীরীকভাবে লাঞ্চিত করে। এ বিষয় একটি ভিডিও ফুঁটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর তার বিরুদ্ধে বৃদ্ধ পিতা মামলা করলে পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। এ মামলায় জামিনে ছাড়া পেয়ে আবার মিথ্যাচারসহ নির্যাতন করার অভিযোগ করেন এ বৃদ্ধ। তিনি আরো বলেন, আমাদের বাড়ি সংলগ্ন উপজেলার দক্ষিণ সলুয়ায় মাদ্রাসার খরিদা জমিতে ঈদগাহ নির্মাণ ও পাশ দিয়ে সরকারি রাস্তার জমির দখল ও পুণঃদখল নেয়। যেখানে স্থানীয় জনৈক সাঈদুর রহমান মোড়ল কর্তৃক সেখানকার ৩ বিঘা জমি জবর দখলের অভিযোগও অসত্য। প্রকৃতপক্ষে সরকারি জায়গাটি যার যার জমি সংলগ্ন সকলেই ভোগজাত করে আসছিল। তবে মাদ্রাসার নামে খরিদা জমিতে ঈদগাহ নির্মাণ করতে গিয়ে রাস্তার পাশের ডোবাসহ সমূদয় জমিতে পাইলিংসহ মাটি ভরাট করে। একত্রিভ‚তসহ নানা সমস্যা এবং ঐ সংকটের জন্য বৃদ্ধের ছোট ছেলে শাহাদাৎকে সাঈদুরের সাথে পক্ষ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগের জন্য দায়ী। এমনকি গত ৭ মার্চ নাজমুল ও স্থানীয় কথিত প্রফেসর শফিকুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজি মামলার জন্য শাহাদাৎসহ বৃদ্ধকে দোষারোপ করা হয়। যা সত্য নয় বলে জানান। বৃদ্ধের বসবাসেরস্থল তার শ্বশুর বাড়ির সম্পদ যা তার স্ত্রীর নামীয়। দীর্ঘ দিন ধরে ঐ সম্পত্তি ছোট ছেলেকে বাদ দিয়ে বড় ছেলে নাজমুল নিজ নামে লিখে নেওয়ার জন্য তার মাকে বোঝানোর জন্য চাপ ও বৃদ্ধকে বিভিন্ন সময় শারীরীক ও মানষিকভাবে লাঞ্চিত করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল শারীরীকভাবে লাঞ্চিত ও বাড়ি থেকে বের করে দেয়। এছাড়া বিভিন্ন সময় তার ছোট ছেরে শাহাদাৎ হোসেনকে পরিবার, সমাজ ও প্রশাসনের চোখে অপরাধী প্রমাণ করতে বড় ছেলে নাজমুল গত আওয়ামীলীগ শাসন আমলে দলীয় নেতা-কর্মীদের দিয়ে মিথ্যা মামলায় হয়রানী করিয়েছে। নাজমুলের বিরুদ্ধে হারিয়ে যাওয়া চেকে টাকা উত্তোলন প্রচেষ্টা ও অর্থ-সম্পদ লোপাটের প্রকাশ্য হুমকি-ধামকির ঘটনায় দক্ষিণ সলুয়ার রামকৃষ্ণ দাশের মৃত্যুর জন্য ২০১৮ সালে ১৮ অক্টোবর এক সংবাদ সম্মেলন করেন তার ছেলে ও মুদি ব্যবসায়ী সন্দীপ কুমার দাশ। বাকিতে মালামাল নিয়ে টাকা না দিয়ে উল্টো হুমকির ঘটনায় নাজমুলে বিরুদ্ধে ২০২০ সালে ১০ মার্চ থানায় সাধারণ ডায়েরী করেন পোল্ট্রি ফিড ব্যবসায়ী বিপ্লব সরকার। এছাড়া নাজমুল তার স্বীয় স্বার্থ চরিতার্থ ও এলাকায় প্রভাব-প্রতিপত্তি অক্ষুণ রাখতে গত আ.লীগ সরকারের আমলে সাবেক এমপি রশীদুজ্জামানেরসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে ঊঠাবসা-খাওয়াদাওয়া চলতো। ছেলে নাজমুল ইসলাম মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, তার বিরুদ্ধে অভিযোগের বিযয় সত্য নয়। তবে তার গর্ভধারীনি মা পড়াশুনা জানেন না বলে জানান। ভুক্তভোগী পিতা নওয়াব আলী অশ্রæসিক্ত কন্ঠে সাংবাকিদের জানান আর যেন কোনো পিতা সন্তানের হাতে তার মতো নির্যাতনের শিকার না হয়।
বিষয়: #পুত্রের #বিরুদ্ধে #বৃদ্ধপিতা
