

সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » হামলা ভাংচুর ছাতকে যুবলীগ নেতার বিরুদ্ধে দোকান ঘর দখলের চেষ্টা
হামলা ভাংচুর ছাতকে যুবলীগ নেতার বিরুদ্ধে দোকান ঘর দখলের চেষ্টা
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি ::
ছাতকে উপজেলার জাউয়াবাজার লন্ডন প্রবাসী হাজী ওয়াশিদ আলীর প্রায় কোটি টাকা মূল্যের একটি দোকান ঘরটি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতাসহ কতিপয় সন্ত্রাসী ও প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে দু পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো ও প্রবাসীর উপর হামলার আশংকা রয়েছে। প্রবাসী সহপরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
গত শনিবার রাতে উপজেলার জাউয়াবাজারের কেয়ারটেকার আলমগীর হোসেনের নেতৃত্বে তালাবন্ধ দোকান ঘরে তালা ভেঙ্গে হামলা ভাংচুর ও লুটপাট করে দখলের চেষ্টা চালায়। প্রতিরোধের মুখে পলায়ন করেন।
এ ঘটনায় গত রোববার বিকালে যুবলীগের নেতার একই গ্রামের মৃত আর্শদ আলীর ছেলে আলমগীর হোসেনকে প্রধান আসামী করে প্রবাসী শাহজাহান হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, উপজেলার জাউয়া এলাকার মৃত ওয়াশিদ আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান হোসেন তার বাবা নামে কোটি টাকার একটি দোকান ঘর রয়েছে জাউয়াবাজারে। সেই দোকান ঘর দেখা শুনা করার জন্য একই গ্রামের মৃত আর্শদ আলীর ছেলে আলমগীর হোসেনকে দায়িত্ব দেন। দীর্ঘদিন দেখা শুনা করার এক পর্যায়ে দোকান ঘরের প্রতি লোভ জন্ম নেয় কেয়ারটেকার আলমগীরের। গত ১৫ এপ্রিল দোকান কোঠায় তালা ঝুলিয়ে দেন প্রবাসী শাহজাহান। এ কারণে ক্ষিপ্ত হয়ে প্রবাসীকে হামলা মামলা ভয় দেখিয়ে প্রাণে মারার হুমকি-ধামকি দিয়ে আসছে সে।
গত শনিবার রাতে ওই কেয়ারটেকার আলমগীর হোসেন সহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে তালাবন্ধ দোকান ঘর সহ সিসি ক্যামেরা ভাঙচুর করে। এঘটনার বাঁধা দিতে এসে ওই প্রবাসী শাহজাহানকে হাতুড়িসহ লাঠিসোটা দিয়ে ব্যাপক মারধর করে কেয়ারকেটারসহ তার সহযোগি সন্ত্রাসীরা। এব্যাপারে প্রবাসী শাহজাহান হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ফ্যাসিস্টের দোসর হিসাবে চিহ্নিত যুবলীগের নেতা আলমগীর হোসেন দীর্ঘ দিন ধরে আমার দোকান ঘরের দেখা শুনার দায়িত্ব ছিলো।
এব্যাপারে আলমগীর হোসেনের বক্তব্য জানতে তার ব্যক্তিগত নম্বরে ফোন দিলে বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেছুর রহমান আকন্দ ছুটিতে থাকায় প্রবাসী কর্তৃক লিখিত অভিযোগ দায়েরের ঘটনার সত্যতা নিশ্চিত করেন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল কবির।
বিষয়: #ঘর #চেষ্টা #ছাতক #দখল #দোকান #নেতা #বিরুদ্ধ #ভাংচুর #যুবলীগ #হামলা
