বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » চুনারুঘাট বাহুবলে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে রাস্তাঘাট, আতঙ্কে মানুষ
চুনারুঘাট বাহুবলে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে রাস্তাঘাট, আতঙ্কে মানুষ
ঘূর্ণিঝড় রিমালের অযুহাতে সোমবার সকাল থেকে চুনারুঘাট ও বাহুবল উপজেলার গ্রামগঞ্জ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সারাদিন গড়িয়ে রাত ১২টা নামার পরও বিদ্যুৎ না থাকায় জেলার চুনারুঘাট বাহুবল সহ শহরেও সড়কবাতি জ্বলছে না। ফলে সন্ধ্যার পর থেকেই রাস্তাঘাট অন্ধকার হয়ে গেছে।
সোমবার সন্ধ্যার পর চুনারুঘাট বাহুবলের বিভিন্ন সড়কে একটি সড়কবাতিও জ্বলতে দেখা যায়নি। শুধু যানবাহনের বাতির আলোয় সড়কের অন্ধকার কিছুটা দূর হচ্ছিল। এমন অবস্থায় ওইসব এলাকার বিপণিবিতান ও দোকানপাট বন্ধ আছে। সড়কবাতি বন্ধ থাকায় রিকশা চালাতেও সমস্যা হচ্ছে বলে জানান চালকেরা। চালক ইকবাল বলেন, চারদিকে অন্ধকার থাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের বাতি চোখে লাগছে। গাড়ির আলো চলে যেতেই আবার স্বাভাবিক অবস্থায় আসতেও সময় লাগছে।
অন্যদিকে বিদ্যুৎ না থাকায় অনেক দোকানে মোমবাতি জ্বালিয়ে বেচাবিক্রি করতে দেখা গেছে। কোনো কোনো এলাকায় ঘুটঘুটে অন্ধকার। সেখানে মুঠোফোনের বাতি জ্বালিয়ে চলাচল করছেন অনেকে। বিভিন্ন রেস্তোরাঁয় প্রতিটি টেবিলে মোমবাতি জ্বালিয়ে খাবার পরিবেশন করা হচ্ছিল। দোকানের বিভিন্ন বিক্রয়কর্মীরা বলেন, দুপুর আড়াইটার পর থেকে বিদ্যুৎ নেই। জেনারেটরের তেলও (ডিজেল) শেষ। সন্ধ্যার পর মোমবাতি জ্বালিয়েছেন। স্বাভাবিক সময়ে পাঁচ টাকায় বিক্রি হওয়া মোমবাতিগুলো দ্বিগুণ দামে কিনতে হয়েছে বলেও জানান অনেকেই ।
বাহুবলের ফদ্রখলা, মির্জাটুলা ও চুনারুঘাট সদর ইউনিয়নের গোলগাও, মহাশয়ের বাজার সহ বিভিন্ন স্থানে সকাল ১০টা থেকেই বিদ্যুৎ নেই। একদিকে অন্ধকার সঙ্গে আবার বাসায় পানিও নেই। অনেকের ফ্রিজের মাছ ও মাংস নষ্ট হচ্ছে। তবে পল্লী বিদ্যুত কর্তপক্ষ জানায়, ঘূর্ণিঝড় রিমালের কারণে বিভিন্ন স্থানে তার চিরে পড়ে থাকায় সংযোগ বিচ্ছিন্ন। এতে করে গ্রামাঞ্চলে চুরি ও ডাকাতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
বিষয়: #চুনারুঘাট #বাহুবল