শুক্রবার ● ১৪ জুন ২০২৪
প্রথম পাতা » বিশেষ » লায়ন মো: গনি মিয়া বাবুল বঙ্গবন্ধুর আদর্শের জাগ্রতপ্রাণ
লায়ন মো: গনি মিয়া বাবুল বঙ্গবন্ধুর আদর্শের জাগ্রতপ্রাণ
দেশের খ্যাতিমান কবি শাফিকুর রাহী তার রচিত গ্রন্থ ‘সভ্যতার সোনালী সাঁকো’ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো: গনি মিয়া বাবুল-কে উৎসর্গ করেছেন। তিনি বলেন, লায়ন মোঃ গনি মিয়া বাবুল বঙ্গবন্ধুর আদর্শের ও মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রতপ্রাণ।
উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রায় ৩২ বছর যাবত বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে আসছেন। তার গবেষণালব্ধ প্রবন্ধ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে।
কবি শাফিকুর রাহী তার রচিত গ্রন্থ ‘ সভ্যতার সোনালী সাঁকো ‘ লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে তাঁর কার্যালয়ে ১৩ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। এই সময় লায়ন মোঃ গনি মিয়া বাবুল কবি শাফিকুর রাহী- এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান
বিষয়: #জাগ্রতপ্রাণ #লায়ন