বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » হবিগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি
হবিগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি
হবিগঞ্জ প্রতিনিধি:
কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।
২০ জুন, বৃহস্পতিবার হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, খোয়াই নদীর পানি কমলেও বাড়ছে কুশিয়ারার পানি।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় কুশিয়ারার পানি শেরপুর পয়েন্টে বিপৎসীমার ১৯, মার্কুলি পয়েন্টে ৩০ এবং আজমিরীগঞ্জে ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী বলেন, বুধবার রাতে জেলার নবীগঞ্জে কুশিয়ার নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে ২৫টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ৩০ হাজার মানুষ।
এরই মধ্যে বন্যা কবলিতরা আশ্রয়কেন্দ্র ছুটছে বলে জানান তিনি।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা বলেন,বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার ৯টি উপজেলার ৮৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এ ছাড়া ৪২০ মেট্রিক টন চাল, ৭৮ বান্ডিল টিন ও দুই লাখ ৩৪ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি।
বিষয়: #হবিগঞ্জ