বুধবার ● ২৬ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে ১২হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে ভস্মিভূত
রাণীনগরে ১২হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে ভস্মিভূত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরের আবাদপুকুর হাট ও বাজারে অভিযান চালিয়ে প্রায় ১২হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। বুধবার দুপুরে থানাপুলিশকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র ম”স্য কর্মকর্তা শিল্পী রায়।
শিল্পীরায় জানান,আবাদপুকুর হাট ও বাজারে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্টজাল বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশকে সাথে নিয়ে দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দেড় লক্ষ টাকার নিষিদ্ধ ১২হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। পরে সেখানেই আগুন দিয়ে ভস্মিভূত করা হয়েছে। কর্মকর্তা জানান,দেশীয় প্রজাতির মাছের সুরক্ষায় এই অভিযান চলমান থাকবে।
বিষয়: #কারেন্টজাল #জব্দ #নিষিদ্ধ #ভস্মিভূত #মিটার #রাণীনগর #হাজার