শুক্রবার ● ২৮ জুন ২০২৪
প্রথম পাতা » রংপুর » বোদায় বিআরটিএ’র বিশেষ অভিযান, জরিমানা
বোদায় বিআরটিএ’র বিশেষ অভিযান, জরিমানা
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদায় বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জাতীয় মহাসড়কে ফিটনেস, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন এবং সড়ক দুর্ঘটনা এড়াতে দ্রুতগামী হেলমেট বিহীন মোটর সাইকেলের ও যানবাহনের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। গতকাল শুক্রবার দুপুরে বিআরটিএ পঞ্চগড় সার্কেল বোদা হাইওয়ে থানা পুলিশকে সঙ্গে নিয়ে যৌথভাবে বোদা পৌরসভার সাতখামার ১১ মাইল এলাকায় এ অভিযান কার্যক্রম শুরু করে। শুরুর ১ ঘণ্টার অভিযানে মোটর সাইকেল, প্রাইভেটকার, পিকআপ, ট্রাকসহ ৮টি যানবাহনকে মামলা দিয়ে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে তাদের সতর্ক করা হয়। এ ব্যাপারে বোদা হাইওয়ে থানার ওসি মোঃ শরিফুল ইসলাম বলেন, আজকের এ অভিযানটি বিশেষ। বিআরটিএর উদ্যোগে যৌথভাবে অভিযানটি পরিচালনা করা হচ্ছে। রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহনের বৈধ কাগজ আছে কি না তা আমরা যাচাই করে দেখছি। এ সময় বিআরটিএ পঞ্চগড় সার্কেলের মোটরযান পরিদর্শক রেজোয়ান শাহ্ বলেন, বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশে মহাসড়কে অবৈধ খেলাপি এবং ফিটনেস বিহীন, দ্রুতগতির হেলমেটবিহীন মোটরযানের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। সে অভিযানের অংশ হিসেবে আজকে আমরা বোদা হাইওয়ে থানা পুলিশকে নিয়ে বিশেষ এ অভিযান শুরু করেছি। রাস্তায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আমরা কাজ করে যাব।
বিষয়: #অভিযান #জরিমানা #বিআরটিএ #বিশেষ #বোদা