শনিবার ● ২৯ জুন ২০২৪
প্রথম পাতা » সাহিত্য ডাইরি » গল্প #নতুনত্ব
গল্প #নতুনত্ব
ডিভোর্সের দুই বছর পর প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলাম।উদ্দেশ্য ছিলো ছেলেকে নিজের কাছে নিয়ে আসা।
আমায় আসতে দেখে শ্বশুর মশাই বিরাট খাওয়াদাওয়ার আয়োজন করে ফেললেন।লোকটা শুরু থেকেই আমায় পছন্দ করতেন,এখনো করেন।
সব শেষে যখন বললাম ” বাবু তো এখন বড় হয়েছে।নিজের কাছে রাখতে চাই ”
শ্বশুর মশাই দুঃখী মুখ করে বললো ” ঠিকই তো।তোমার ছেলে তুমি নিবে।তো কবে নিবে? ”
” আইনি কাগজের একটু ঝামেলা আছে।এসব মিটিয়ে নিয়ে যাবো ”
তারপর দু’একটা কথা বলে বাড়ি ফেরার আয়োজন করলাম।ব্যাগটা নিয়ে দরজার কাছে আসতেই নজরে পড়লো দূর ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা প্রাক্তন স্ত্রীর অশ্রুসিক্ত চোখ।
তারপর কি হলো জানিনা,সেই চোখকে আর কিছুতেই উপেক্ষা করতে পারলাম না।পরের সপ্তাহেই ছেলেকে বাড়ি নিয়ে এলাম।সঙ্গে স্ত্রীকেও।যতোই হোক,ছেলের আগে ছেলের মাকে ভালোবেসেছি।
দীর্ঘ কয়েকবছর অন্ধকারে নিমজ্জিত বাড়িটা যেন নতুন করে আবার প্রাণ ফিরে পেলো।বাচ্চার কান্না,স্ত্রীর মায়াবী হাসি,অভিমান আমার পুরনো সব কষ্ট এক মুহুর্তেই ভুলিয়ে দিলো।
লেখক #জয়ন্ত_কুমার_জয়
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত
বিষয়: #গল্প #নতুনত্ব