সোমবার ● ১ জুলাই ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » টানা বৃষ্টি ও ঢলের পানিতে তাহিরপুরের নিম্নাঞ্চল প্লাবিত
টানা বৃষ্টি ও ঢলের পানিতে তাহিরপুরের নিম্নাঞ্চল প্লাবিত
তাহিরপুর প্রতিনিধি, বজ্রকণ্ঠ নিউজ ::
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সুনামগঞ্জের সীমান্ত এলাকার নদ নদীর পানি৷ ভাটির দিকে বৃদ্ধি পাওয়ার তাহিরপুর উপজেলার আনোয়ারপুর ও পাশ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলা শক্তিয়ারখলা-কৈয়ারকান্দা সড়ক পানিতে ডুবে যাওয়ায় জেলা শহরের সাথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে জেলায় যেতে হলে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মধ্যনগর, ধর্মপাশা,তাহিরপুর উপজেলার বাসিন্দাগন।
এদিকে বৃষ্টি অব্যাহত থাকলে পানি কোনো এলাকায় বিপদ সীমা অতিরিক্ত করতে পারে আবহাওয়ার পূর্বাভাসের বরাদ দিয়ে জানিয়েছেন সুনামগঞ্জ পাউবো।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, গেল ২৪ ঘন্টায় ষোলগড় পয়েন্ট সুরমা নদীর পানি ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩৫ মিলিমিটার। তিনি আরও জানান, বৃহস্পতিবার সুরমা নদীর পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামি কয়েকদিন টানা বৃষ্টিপাত হবে এতে করে নদ নদীর পানি কোনো এলাকায় বিপদ সীমা অতিক্রম করতে পারে। নিচু এলাকায় বন্যার সম্ভাবনা রয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন জানান, তাহিরপুর বিশ্বম্ভরপুর সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ১০০ মিটার সড়ক পানিতে ডুবে যাওয়ায় নৌকা দিয়ে বাঘমারা এলাকায় নৌকা দিয়ে যাওয়ার পর সুনামগঞ্জ সিএনজি দিয়ে যাওয়া যায়।
তাহিরপুর সীমান্তের চারাগাও এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন জানান, মেঘালয় পাহাড় থেকে ঢলের পানি সীমান্ত এলাকা দিয়ে প্রবল বেগে ভাটির দিকে অগ্রসর হচ্ছে। চলাচলের সড়ক পানিতে ডুবে যাচ্ছে।
বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন জানান, পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় আনোয়ারপুর বাজারের সামনে ব্রীজের সামনের অংশ নিচু থাকায় পানি এখান দিয়ে ভাটির দিকে যাচ্ছে যার ফলে নৌকা দিয়ে পারাপার হচ্ছে মানুষ।
বিষয়: #টানা #তাহিরপুর নি #পানি #প্লাবিত #বৃষ্টি #ম্নাঞ্চল