মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিনোদন » চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে মামলা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে মামলা
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:
কয়েকদিন আগে পরিচালককে পেটানোর অভিযোগে আলোচনায় আসেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এবার অন্য এক ঘটনায় এ নায়িকার রিরুদ্ধে হয়েছে হত্যাচেষ্টা ও চুরির মামলা। গত ২৩শে জুন মামলাটি করেছেন মুহাম্মাদ সাকিবউদ্দোজা। এই মামলার দ্বিতীয় আসামি ববি, প্রথম আসামি মির্জা আবুল বাশার। পরে তারাও পাল্টা মামলা করেছেন। জানা গেছে, বর্তমানে মামলা দু’টি তদন্তাধীন। মামলার অভিযোগে বলা হয়েছে, হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর জখম, চুরি, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ। পরে আরও বলা হয়, এ ঘটনায় ওয়াইএন সেন্টারের ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা ও চোরাই মূল্য এক লাখ টাকা, যা এখনো উদ্ধার হয়নি। মামলাটির বাদী মুহাম্মাদ সাকিবউদ্দোজা। তিনি ওয়াইএন সেন্টারের এজিএম।
তিনি জানান, তাদের কাছ থেকে গুলশান ২-এ রেস্টুরেন্ট ভাড়া নেন আমান নামের একজন। তিনি অর্থনৈতিকভাবে পুষিয়ে উঠতে না পেরে ব্যবসায় তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত করেন আবুল বাশার ও চিত্রনায়িকা ববিকে। ব্যবসার অংশ হিসেবে চুক্তিমতো আমানকে ৫৫ লাখ টাকা দেয়ার কথা ছিল। ববি ও বাশার প্রথমে ১৫ লাখ, পরে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করলে সেই চেক ডিজঅনার হয়। এ নিয়েই আমানের সঙ্গে বাশার-ববির দ্বন্দ্ব শুরু। সাকিবউদ্দোজা আরও বলেন, আমান আমাদের তৃতীয় পক্ষের কাছে ভাড়া নিতে বলে। কয়েক মাসের ভাড়া বকেয়া থাকলেও মে মাসের ভাড়া দেন তারা। পরে তারা একই রসিদ দিয়ে আরও একটি বিল তৈরি করেন। সেখানে লেখা ছিল, ওয়াইএনসি কর্তৃপক্ষ আরও ৭ লাখ টাকা বুঝে পেয়েছে। যা ছিল মিথ্যা। পরে আমরা বুঝতে পারি যে বাশার অসৎ। তাকে নকল রসিদের কথা বললে উত্তেজিত হয়ে পড়েন। আমাদের মারতেও আসেন। পেশিশক্তি খাটিয়ে রেস্টুরেন্ট দখল করতে চান। আমরা ১৩ই জুন জিডি করি। আমান একসময় বাশার ও ববির আসা বন্ধ করার জন্য ২৩শে জুন রেস্টুরেন্ট তালাবন্ধ করেন। বাশার উত্তেজিত হয়ে গেলে জনতার হাতে গেটের বাইরে পিটুনিও খান। পরে আবার এসে ফটক ভাঙেন। ভেতরে এসে আমাকেসহ কয়েকজনকে মারধর করেন। ৯৯৯ নম্বরে ফোন করে আমরা পুলিশের সহায়তা নেই। পরে মামলা করি। এ ঘটনা নিয়ে গতকাল বিকালে এক সংবাদ সম্মেলন করেন ববি। সেখানে তিনি সেদিনের ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বলেন, যে ঘটনা ঘটেছে তা আইনিভাবে মোকাবিলা করবেন।
বিষয়: #ইয়ামিন #চিত্রনায়িকা #ববি #বিরুদ্ধে #মামলা #হক