বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » রংপুর » খানসামায় দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান জয়ী
খানসামায় দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান জয়ী
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আনারস প্রতীকে ৩৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৪৭৮ ভোট।
চেয়ারম্যান পদে অপর দুই প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন হেলিকপ্টার প্রতীকে ১৩ হাজার ২৩২ ভোট ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোটরসাইকেল প্রতীকে ৭ হাজার ৩০৩ ভোট পেয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে চতুর্থ বারের মত উড়োজাহাজ প্রতীকে ৩৪ হাজার ৯৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের ধীমান চন্দ্র দাস পেয়েছেন ২৬ হাজার ৫৬৬ ভোট।
এছাড়াও টিয়াপাখি প্রতীকে রেজাউল করিম ১০ হাজার ৩২০ ভোট ও বৈদ্যুতিক বাল্ব প্রতীকে হাজ্জাজ আল হাদী ৩ হাজার ১৩৯ ভোট পেয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পলি রায় ফুটবল প্রতীকে ৩১ হাজার ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজা পারভীন কলস প্রতীকে ২৪ হাজার ৪৬২ ভোট পেয়েছেন। বৈদ্যুতিক পাখা প্রতীক গুলশান জান্নাত শানু ১৩ হাজার ০৯৯ ভোট ও প্রজাপতি প্রতীকে সারমিন রহমান ৬ হাজার ৩০৩ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, খানসামা উপজেলার ৬টি ইউনিয়নের ৫৭টি ভোটকেন্দ্রে মোট ১ লক্ষ ৪৭ হাজার ৫১৯ জন ভোটারের মধ্যে ৭৮ হাজার ০৯৬টি ভোট সংগ্রহ হয়েছে।
বিষয়: #উপজেলা #চেয়ারম্যান #জয়ী #সহিদুজ্জামান