সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » তরফ সাহিত্য পরিষদের অভিষক ও আলোচনা সভা অনুষ্ঠিত
তরফ সাহিত্য পরিষদের অভিষক ও আলোচনা সভা অনুষ্ঠিত
বজ্রকণ্ঠ নিউজঃ
ঐতিহ্যবাহী তরফ সাহিত্য পরিষদের নতুন কমিটির অভিষেক উপলক্ষে তরফরত্ন সৈয়দ আবদুল্লাহ গ্রন্থাগার উত্তরসুরে এক আলোচনা সভা ও দুআর মাহফিল অনুষ্ঠিত হয়। পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাসবিদ সৈয়দ আবদুল্লাহর স্মরনে তখন বক্তারা আবেগপ্লুত হন। তারা বলেন সৈয়দ আবদুল্লাহ আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয়ের প্রতীক। সৈয়দ আবদুল্লাহ কেবল একজন লেখক বা সংগঠকই নন, তিনি ছিলেন আমাদের মেধা মনন বিকাশের এক সফল কারিগর। এঅঞ্চলের শিল্প সাহিত্য সাংস্কৃতিক চর্চার প্রানপুরুষ ও পুরোধা ব্যাক্তিত্ব। সৈয়দ আবদুল্লাহর তার কর্মের মাঝেই বেঁচে থাকবেন যুগ যুগ ধরে ইনশাআল্লাহ । সভায় তার স্মৃতি রক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
অনুষ্ঠানে তরফ অঞ্চল ও বাহুবল উপজেলার কবি,সাহিত্যিক, লেখক, শিক্ষাবিদ, সমাজকর্মী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্তাবলী:
১. তরফরত্ন সৈয়দ আবদুল্লাহ স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরের কাজ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
২.নভেম্বরে সৈয়দ আবদুল্লাহ স্মরন সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৩.’তরফরত্ন সৈয়দ আবদুল্লাহ’ স্মৃতি ও সাহিত্য পদক, চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৪. সৈয়দ আবদুল্লাহ স্মারক গ্রন্থ দ্রুত সময়ের ভিতর প্রকাশ করা।
আলোচনায় অংশ গ্রহন করেন, প্রবীণ শিক্ষাবিদ জনাব আব্দুস সাত্তার স্যার, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কারী হুসাইন আহমদ, তরফ সাহিত্য পরিষদের সভাপতি প্রেন্সিপাল ফারুক উদ্দীন চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যক্ষ জালাল উদ্দীন রুমি, বাহুবল কলেজের প্রেন্সিপাল আব্দুর রব শাহীন, বিশিষ্ট সমাজকর্মী ও রাজনীতিবিদ মাওলানা আব্দুল কাইয়ূম জাকি, মিরপুর আলীফ সোবহান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোঃ আইয়ূব আলী, তরফ সাহিত্য পরিষদের সহ সভাপতি সৈয়দ মশিউর রহমান, সিলেটের বিশিষ্ট লেখক গবেষক ইতিহাসবিদ মো কলিম উল্লাহ, তরফ সাহিত্য পরিষদের সাহিত্য সম্পাদক উপন্যাসিক শাহ মনসুর আহমদ সেলিম, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সোহেল আহমদ কুঠি, সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুম, বিশিষ্ট সাংবাদিক ও আমাদের সময় প্রতিনিধি আব্দুল আওয়াল তহবিলদার সবুজ, দৈনিক কালবেলা প্রতিনিধি টিপু সুলতান,দৈনিক সংবাদ প্রতিনিধি মো ইমন, প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ, সাংবাদিক ও সংগঠক মাওলানা নুরুল আমীন, সাংবাদিক আব্দুল মজিদ তালুকদার, সাংবাদিক কাজি সুজন, সাংবাদিক শওকত আলী, মিডিয়া কর্মি সাদিক ইমতিয়াজ, খেয়াই সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো খলিলুর রহমান, সৈয়দ নুরুল ইসলাম, সৈয়দ আনোয়ার আবদুল্লাহ প্রমূখ।
বিষয়: #তরফ #সাহিত্য