সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিশ্ব » ট্রাম্পকে গুলি করা যুবকের ছবি প্রকাশ
ট্রাম্পকে গুলি করা যুবকের ছবি প্রকাশ
বজ্রকণ্ঠ আন্তর্জাতিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা সেই যুবকের ছবি প্রকাশ করেছে করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।
সংস্থাটি জানায়, ট্রাম্পকে গুলি করা যুবককে চিহ্নিত করা হয়েছে। তার নাম টমাস ম্যাথিউ ক্রুকস। ২০ বছর বয়সী ওই যুবক যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। ২০২২ সালে বেথেল পার্ক হাইস্কুল থেকে স্নাতক পাস করেছিলেন ক্রুকস।
এর আগে, শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনি সমাবেশ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তার ওপর গুলি করা হয়। এতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়।
জানা গেছে, সমাবেশস্থল থেকে মাত্র ২০০ থেকে ৩০০ ফুট দূরত্বে একটি ভবনের ছাদ থেকে এআর-১৫ রাইফেল দিয়ে গুলি চালায় ক্রুকস। যদিও সঙ্গে সঙ্গেই মার্কিন সিক্রেট সার্ভিস স্নাইপাররা গুলি করে তাকে হত্যা করে।
ভোটার তালিকা থেকে জানা গেছে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতেন ক্রুকস।
হামলার পর ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানান, গুলিতে আমার ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে এটা অবিশ্বাস্য। ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন!
ট্রাম্পের স্ত্রী মেলানিয়া নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, আমাদের মনে রাখা উচিত মতামতের ভিন্নতা, নীতি, রাজনৈতিক খেলা কোনোটিই ভালোবাসার ঊর্ধ্বে নয়। আমরা সকলেই এমন একটি পৃথিবী চাই যেখানে সম্মান সর্বাগ্রে, পরিবার সবার প্রথমে থাকবে এবং ভালোবাসায় ভরা।
ভয়াবহ এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো জায়গা নেই। ফেডারেল এজেন্সিগুলো এই হামলার ঘটনার তদন্ত করছে। সূত্র : এনডিটিভি
বিষয়: #আন্তর্জাতিক #করা #গুলি #ছবি #ট্রাম্প #ডেস্ক #প্রকাশ #যুবক