সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » অসর্তকতার কারণে বন্যার পানিতে ডুবে প্রাণ গেলো এক শিশুর!
অসর্তকতার কারণে বন্যার পানিতে ডুবে প্রাণ গেলো এক শিশুর!
ওয়াহিদুর রহমান,জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় অভিভাবকের হেঁয়ালিপনার কারণে বন্যার পানিতে ডুবে মাইশা আক্তার(২)নামের এক শিশুর অকাল মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১৪ (জুলাই)রোববার দিনদুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রাম এলাকায়। নিহত মাইশা উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও(নোয়াপাড়া)গ্রামের খোকন মিয়ার শিশু কন্যা সন্তান। স্বজন ও এলাকাবাসী মারফতে জানাযায়, রোববার দুপুরে সে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল।আর তার মা বাড়ির কাজে ব্যস্ত।এক সময় হঠাৎ করে শিশুটি সকলের অগোচরে বাড়ির সামনে থাকা বন্যার পানিতে পড়ে যায়।
এ-সময় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বদরুদ্দোজা মাইশাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান।
মাইশা তার মায়ের সঙ্গে নানার বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে বসবাস করে আসছিল।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিষয়: # #অসর্তকতা #কারণ #ডুবে #পানি #প্রাণ #বন্যা #শিশু