সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » শায়েস্তাগঞ্জে প্রজেক্ট টুমরো টিমের ৩ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
শায়েস্তাগঞ্জে প্রজেক্ট টুমরো টিমের ৩ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বজ্রকণ্ঠ নিউজঃ
শায়েস্তাগঞ্জ প্রজেক্ট টুমরো টিমের উদ্যোগে গত ১১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালার শেষ দিনে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রজেক্ট টুমরো টিমের সভাপতি ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জমজমাট সমাপনী অনুষ্ঠান। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেটসহ আকর্ষণীয় উপহার বিতরণ করা হয়।
সর্বোচ্চ উপস্থিতি শায়েস্তাগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড সেরা স্কুল নিশাপট সোনার বাংলা আইডিয়াল একাডেমি এন্ড হাই স্কুলকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি করা হয়।
এর পূর্বে শায়েস্তাগঞ্জ প্রজেক্ট টুমরো টিমের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সিয়াম আহমেদের পরিচালনায় ৩ দিন ব্যাপী কর্মশালার বিভিন্ন সেশনের আলোচনায় অংশ নেন হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের ভাইস প্রিন্সিপাল জালাল উদ্দীন রুমি, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ-এর ফ্যাসিলেটেটর ও হবিগঞ্জ জেলা কো-অর্ডিনেটর আল-আমীন সাঈফী, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সিনিয়র রোভারমেট কেএম শেরতাজ মাহমুদ ও মোঃ শাহরিয়ার, বাংলাদেশ স্কাউটস’র লোকাল কো-অর্ডিনেটর মীর ফয়সাল আহমেদ, শায়েস্তাগঞ্জ প্রজেক্ট টুমরো টিমের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মাহির লাবিব নাফিজ প্রমূখ।
ইনোভেশন কালচার নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার পরিচালনা করে হবিগঞ্জ উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব। বিভিন্ন সামাজিক সমস্যা ও মেয়েদের সুস্বাস্থ্য বিষয়ক সেমিনার পরিচালনা করে শায়েস্তাগঞ্জ উপজেলা তথ্য কেন্দ্র।
বিষয়: #অনুষ্ঠিত #কর্মশালা #টুমরো #দিনব্যাপী #প্রজেক্ট #শায়েস্তাগঞ্জ