

বুধবার ● ১৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » ঢাকা » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২০
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২০
বজ্রকণ্ঠ নিউজ ::
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২০
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন গোয়েন্দা ও অপরাধ বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ছয়টা থেকে বুধবার (১৭ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৬৭ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন, ২ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ১০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা দায়ের হয়েছে।
বিষয়: #অভিযান #গ্রেফতার #মাদকবিরোধী #রাজধানী
