বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » খুলনা » রাণীনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
রাণীনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় রাণীনগর ছাত্র আন্দোলন পরিষদের আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়।কর্মসূচীতে কলেজ,বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
সদরের শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ মাঠ থেকে বাজার অভিমুখে চলতে থাকেন।সদরের বিজয়ের মোড়ে পৌছে সেখানে নওগাঁ-আবাদপুকুর-কালীগঞ্জ আ লিক মহাসড়ক অবরোধ করে সড়কের মাঝখানেই বসে থেকে বেশ কিছু সময় অবস্থান করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার ও আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন।
এরপর সদরের উপজেলা অভিমুখে মিছিল নিয়ে যাবার সময় কিছুটা পুলিশের বাধার মুখে পরে। পরে সেখান থেকে রাণীনগর রেলওয়ে ষ্টেশনে ফিরে কর্মসূচী শেষ করেন।
বিষয়: #বিক্ষোভ #মিছিল #রাণীনগর #শিক্ষার্থী