বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে কেন, জানালেন পলক
মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে কেন, জানালেন পলক
বজ্রকণ্ঠ নিউজ
মোবাইল ইন্টারনেট বন্ধ করা নিয়ে কোনো পূর্ব ঘোষণা ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৮ জুলাই) এ তথ্য জানান তিনি।
পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ফেইসবুক, গুগল, ইউটিউব, টিকটকের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে। কিন্তু বিতর্কিত কনটেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক না। এরপর তাদের কারণে যদি একটি প্রাণহানি ঘটে তাহলে এসব কোম্পানিকে ছাড় দেয়া হবে না। তাদেরকে বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন করে বাংলাদেশের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। এসময় পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ দেয়া হবে বলেও জানান তিনি।
পলক বলেন, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রেখে আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্ট বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, একটা জায়গায় যদি আন্দোলন হয়, বেশি মানুষের উপস্থিতি হয় তখন টেকনোলজির সমস্যা হয়। কিন্তু বর্তমানে আমরা খেয়াল করছি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে গুজব, মিথ্যা অপপ্রচার করাটাকে এক প্রকার অস্ত্র হিসেবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী এবং দেশের বাহিরে থেকেও কিছু কন্টেন্ট বুস্ট করা হচ্ছে। তার মানে টাকা দিয়ে মিথ্যা খবর সবার কাছে পৌঁছে দেয়ার যে চেষ্টা করা অপকৌশল বা হচ্ছে।
তিনি আরও বলেন, তথ্য উপাত্ত ও গোয়েন্দা সংস্থার সকল বিশ্লেষণে দেখছি তখন আমরা মনে করেছি দেশের স্বার্থে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে আমাদের যার যতটুকু সক্ষমতা আছে ততটুকু করা দরকার তাই চেষ্টা করছি।
প্রতিমন্ত্রী জানান, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, সাইবার নিরাপত্তা সংস্থা চেষ্টা করছে তাদের নিরাপত্তা রক্ষা করা আমরা সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি এবং দেশের সকল নাগরিকদের সহযোগিতাকামনাকরছি।
এদিকে কোটা বিরোধী আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার কারণে সারা দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোরজি প্রায় বন্ধ করে দেয়া হয়। বুধবার (১৭ জুলাই) রাত থেকে একটি অপারেটরের শতভাগ ও অন্য অপারেটরগুলোর ৫০ শতাংশ বন্ধ করে রাখা হয়।
বৃহস্পতিবার সকালের পর থেকেই দেশের প্রায় সব মোবাইল অপারেটরের ইন্টারনেট ধীরগতিতে চলার পাশাপাশি ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যা হচ্ছে। কখনো কখনো মোবাইল ডেটা ডিসকানেক্টেড দেখাচ্ছে। ফলে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে লগইন করা যাচ্ছে না। ফোনে ইন্টারনেট সংযুক্ত দেখালেও প্রকৃতপক্ষে কাজ করছে না।
উল্লেখ্য, দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন প্রায় ১১ কোটি ৫০ লাখ ৭০ হাজার গ্রাহক। মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
বিষয়: #ইন্টারনেট #পলক #বন্ধ #মোবাইল