সোমবার ● ২৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিশেষ » ‘যারা বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রায় দেখতে চায় না তারা এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারে’
‘যারা বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রায় দেখতে চায় না তারা এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারে’
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি বলেছেন, ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে দুষ্কৃতিকারীরা যারা আওয়ামী লীগকে সহ্য করতে পারে না, যারা বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রায় দেখতে চায় না তারা এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারে। যারা আন্দোলনকে উসকে দিয়েছে তারা নিজেরা বিদেশে সুরক্ষিত, তাদের সন্তানেরা বিদেশে সুরক্ষিত, তারা দেশের শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে।
সোমবার (২৯ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে “সন্ত্রাস, নাশকতা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট” শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মুক্ত আলোচনার আয়োজন করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ‘৭১।
ফরিদা ইয়াসমিন বলেন, বিটিভিতে যে হামলা করা হয়েছে তা এত ভয়াবহ যে বর্ণনা করা যায় না। আমরা হয়ত অল্প কিছু চিত্র গণমাধ্যমে দেখেছি, কিন্তু যা ঘটেছে তা স্বচক্ষে দেখার পর শিউরে উঠতে হয়। কোন ভাষায় বর্ণনা করবো এই ধ্বংসযজ্ঞকে? আমরা কি চেয়েছিলাম স্বাধীন বাংলাদেশে এমন বিধ্বংসী কার্যকলাপ হবে? যারা ছাত্র আন্দোলন করেছে এরা তো কোনো দলের না, কোন পক্ষের না, এরা বাংলাদেশের পক্ষের। কিন্তু দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা, এটা কেন?
তিনি বলেন, দুষ্কৃতিকারীরা বিটিভি দখল করে নিজেদের মতো করে সম্প্রচার করতে চেয়েছে, ম্যোরালি বাংলাদেশকে ভেঙে দিতে চেয়েছে। কিন্তু বিটিভিতে যারা কর্মরত ছিলেন তারা সামনের দিকে আলমারি এনে বুঝতে দেননি কোথায় সম্প্রচার হচ্ছে। কিন্তু ভাবুন তো, যদি একটা সম্প্রচার করে দিত, বাংলাদেশ আজ থেকে তাদের দখলে। যারা এরকম ঘটাল তারা এত শক্তিশালী কীভাবে হয়ে উঠল? সেই খবর রাখি না, রাখার প্রয়োজন মনে করছি না। কিন্তু তারা তলে তলে বেড়ে উঠছে সে খবরও রাখি না। ছাত্ররা এই কাজ করতে পারে না।
মুক্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সানজিদা খানম এমপি’র সভাপতিত্বে মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ ও সহ সভাপতি ঝুনা চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শাহীনুর রহমান।
গৌরব’৭১ -এর সাধারণ সম্পাদক এফএম শাহীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গৌরব ‘৭১-এর সভাপতি এসএম মনিরুল ইসলাম মনি, আওয়ামী লীগ নেতা মাহমুদ সালাউদ্দিন চৌধুরী ও শেখ মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রহিমা মুক্তা ও ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাজিব আহমেদ।
বিষয়: #প্রধানমন্ত্রী