শনিবার ● ৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজধানীজুড়ে পুলিশের সতর্ক অবস্থান
রাজধানীজুড়ে পুলিশের সতর্ক অবস্থান
কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
৩ আগস্ট (শনিবার) সারাদেশে বিক্ষোভ করবে কোটাবিরোধী আন্দোলনকারীরা। সেইসাথে আগামীকাল রবিবার (২ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
৩ আগস্ট, শনিবার রাজধানীর আজিমপুর, নয়াপল্টন, প্রেসক্লাব এলাকা, প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট, বায়তুল মোকাররম, রাজধানীর সায়েন্সল্যাব, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও উত্তরাসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিতি দেখা গেছে। পাশাপাশি এপিবিএন সদস্যরাও উপস্থিত আছেন।
সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। আমাদের বেশ কয়টি টিম এখানে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিতের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি।
বিষয়: #অবস্থান #পুলিশ #রাজধানী #সতর্ক