শনিবার ● ৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিশেষ » কোটা আন্দোলনের সমন্বয়কদের সাথে বসতে চায় আওয়ামী লীগ
কোটা আন্দোলনের সমন্বয়কদের সাথে বসতে চায় আওয়ামী লীগ
কোটাবিরোধী আন্দোলন ঘিরে সারাদেশে অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
২ আগস্ট, শুক্রবার রাতে গণভবনে এটি জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমন নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
এজন্য তিন সদস্যের একটি কমিটিও করে দেওয়া হয়েছে। কমিটিতে রয়েছেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।
গণভবনে বৈঠকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুর নাহার চাপা, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
বিষয়: #আওয়ামী #আন্দোলন #কোটা #লীগ #সমন্বয়