শনিবার ● ১০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর উদ্বার করে হস্তান্তর করল কোস্টগার্ড
টেকনাফে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর উদ্বার করে হস্তান্তর করল কোস্টগার্ড
::মনির হোসেন::
টেকনাফে আশ্রয়ন প্রকল্পে সখ্যালঘুদের ঘর উদ্বার করে তাদের নিকট হস্তান্তর করেছে কোস্টগার্ড। ১০ আগস্ট শনিবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, ১০ আগস্ট শনিবার দুপুর সাড়ে ৩টায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কচুবনিয়া এলাকার সংখ্যালঘু সম্প্রদায়কে দুষ্কৃতিকারী কর্তৃক গৃহচ্ছেদ করা হয়েছে মর্মে অভিযোগের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক কচুবনিয়া আশ্রয়ন প্রকল্পে আভিযান পরিচালনা করা হয় এবং দখলকৃত ঘরসমূহ পুনরুদ্ধার করা হয়। পরবর্তীতে স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে দখলকৃত আশ্রয়ন প্রকল্প পুনরায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিকট হস্তান্তর করা হয়।
বিষয়: #ঘরউদ্বার #সংখ্যালঘু #সম্প্রদায়ের