রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খেলা » বাংলাদেশ সিরিজ দিয়ে ফিরছেন শামি
বাংলাদেশ সিরিজ দিয়ে ফিরছেন শামি
ইনজুরির কারণে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে আছেন মোহাম্মদ শামি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের মতো আসরেও খেলতে পারেননি তিনি। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে।
আগামী মাসে ভারত সফরে যাবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরেছনে শামি, এমনটাই আশা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু ১৯ সেপ্টেম্বর। সেই ম্যাচ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন শামি।
উল্লেখ্য, গোড়ালির চোটের কারণে গত বছরের নভেম্বর থেকে ক্রিকেট খেলতে পারছেন না শামি। ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, বর্তমানে তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসনপ্রক্রিয়ার শেষ পর্যায়ে আছেন। শামির উন্নতির ব্যাপারে নির্বাচকদের জানানো হয়েছে। ফিটনেসের কতটা উন্নতি হলো, সেটা প্রমাণ করতে তাঁকে খেলতে হবে অন্ধপ্রদেশ রাজ্যের অনন্তপুরে ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দিলীপ ট্রফি। টুর্নামেন্টে কমপক্ষে একটি ম্যাচ দেখে শামির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৯ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ।
বিষয়: #দিয়ে #ফিরছেন #বাংলাদেশ #শামি #সিরিজ