রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় যানবাহনে তল্লাশি, মাদক ও বিদেশি পিস্তলসহ আটক ৭
ব্রাহ্মণবাড়িয়ায় যানবাহনে তল্লাশি, মাদক ও বিদেশি পিস্তলসহ আটক ৭
বজ্রকণ্ঠ ডিজিটাল নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের যানবাহনে তল্লাশি করে বিপুৃল পরিমাণ মাদকসহ কারবারিকে আটক করেছে শিক্ষার্থীরা।
৯ আগস্ট, শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা চলে। এ সময় ৬জন মাদক পাচারকারী ও বিদেশি অস্ত্রসহ ১ জনকে আটক করা হয়।
আটককৃত মাদকের মধ্যে রয়েছে গাঁজা ও ফেন্সিডিল। এর মধ্যে সাড়ে ১০ কেজি গাঁজা ও ২২ বোতল ফেন্সিডিলসহ একটি বিদেশি পিস্তল আটক করে শিক্ষার্থীরা।
আটককৃতরা হলেন ঢাকার শনির আখড়ার আকবর আলীর ছেলে মালেক, নারায়নগঞ্জের রফিক উদ্দিনের ছেলে পলাশ, নেত্রকোনার শামছু মিয়া ছেলে জুয়েল, গোপালগঞ্জের সিদ্দিকুর রহমানের ছেলে রাসেল মিয়া, নরসিংদীর শাহানাজ মিয়ার ছেলে খলিল মিয়া, সিলেটের মদিনা মার্কেটের মতিলাল তালুকদারের ছেলে সৈকত তালুকদার। পরে আটককৃতদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী সুফিয়ান আজাদ জানান, মহাসড়কের আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় সেই সুযোগে মাদক কারবারিরা বিপুল পরিমাণ মাদক পাচার করছে। তাই মাদক পাচার রোধে শিক্ষার্থীদের এই কার্যক্রম চলছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগপর্যন্ত শিক্ষার্থীদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা জানান, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মাদক ক্রয় করে ঢাকা, নেত্রকোণা, নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকায় পৌঁছে দিতে তারা মাদক বহন করে পাচার করছিলেন।
বিষয়: #আটক #তল্লাশি #পিস্তলসহ #বিদেশি #ব্রাহ্মণবাড়িয়া #মাদক #যানবাহন