বুধবার ● ১৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেনা হেফাজতে কারা আছেন এবং তাদের ভবিষ্যৎ কী?
সেনা হেফাজতে কারা আছেন এবং তাদের ভবিষ্যৎ কী?
বজ্রকণ্ঠ ডিজিটাল নিউজ ডেস্ক:
বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে অনেকেই আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায় তাদের কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন।
ক্ষমতাচ্যুত মন্ত্রী, এমপিদের হেফাজতে নেয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, তাঁদের জীবনের যে হুমকি আছে, সেটার জন্য আমরা তাঁদের আশ্রয় দিয়েছি।
তিনি বলেন, “তাদের আশ্রয় দেয়া হয়েছে যাতে কোন বিচারবহির্ভূত কাজ না হয়”।
তবে, তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা হলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেন সেনাপ্রধান।
কারা সেনা হেফাজতে রয়েছেন সেটি নিয়ে নাগরিক সমাজের মধ্যে কৌতূহল রয়েছে।
বুধবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)এর একটি সংলাপে অংশ নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, কারা সেনা হেফাজতে আছে তার একটা তালিকা করা দরকার।
“এসব ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে,” যোগ করেন তিনি।
সংবাদ সূত্র:
সৌমিত্র শুভ্র, বিবিসি নিউজ বাংলা, ঢাকা
বিষয়: #আছেন #কারা #কী? #ডিজিটাল #ডেস্ক #তাদের #নিউজ #বজ্রকণ্ঠ #ভবিষ্যৎ #সেনা #হেফাজত