বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খুলনা » তেরখাদার সড়কে ট্রাফিকের দায়িত্বে আনসার
তেরখাদার সড়কে ট্রাফিকের দায়িত্বে আনসার
::রাকিবুল ইসলাম, তেরখাদা (খুলনা)::
তেরখাদায় ছাত্র জনতার পাশাপাশি উপজেলা আনসার ভিডিপির সদস্যরাও তেরখাদা সদরে সহ বিভিন্ন সড়ক ও বাজারগুলো তে যানজট নিরসন করতে ট্রাফিকের মত দায়িত্ব পালন করছে। এরা আইন-শৃঙ্খলা রক্ষায়ও ভূমিকা রেখে যাচ্ছেন। তেরখাদা উপজেলার বিভিন্ন ব্যস্ততম সড়কে লেগে থাকা ভ্যান, রিক্সা, মটর সাইকেল, ইজিবাইক, সিএনজি, টলি, নসিমন, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবহন ও পরিবহনে যানজট নিরসনে ভূমিকা রাখেন আনসার বাহিনীর সদস্যরা। তেরখাদার আইন-শৃঙ্খলা রক্ষায়ও আনসার বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টি রাখছেন। তেরখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতেও ছাত্র জনতার পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর মত কাজ করে চলেছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) স্বপন ব্যাপারি বলেন, গত ৭আগস্ট থেকেই আনসার ভিডিপির সদস্যরা তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন মোড়ে এবং সড়কে যানজট নিরসনের ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তিনি বলেন, আনসার ভিডিপির সদস্যরা আইন- শৃঙ্খলা রক্ষায়ও ব্যাপক ভূমিকা রাখছে। তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আনসার ভিডিপির সদস্যরা জনসেবায় নিয়মিত দায়িত্ব পালন করবে।