শুক্রবার ● ১৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পঞ্চগড়ে ট্রিপল মার্ডারের আসামীদের ফাসিঁর দাবীতে বোদায় মানববন্ধন অনুষ্ঠিত
পঞ্চগড়ে ট্রিপল মার্ডারের আসামীদের ফাসিঁর দাবীতে বোদায় মানববন্ধন অনুষ্ঠিত
মোঃ লিহাজ উদ্দীন মানিক বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ::
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কুড়–লিয়া দলুয়া গ্রামে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত আসামীদের ফাসিঁর দাবীতে গতকাল শুক্রবার বিকাল ৩ হতে ৪ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন পঞ্চগড়ের বোদা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। বোদা উপজেলার ব্যবসাহী সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধনে ব্যবসায়ী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা খুনিদের ফাসিঁর দাবীতে বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, বোদা বাজারের বিশিষ্ট কাপর ব্যবসায়ী সেলিম গত বুধবার ১৪ আগষ্ট তারিখে প্রতি দিনের ন্যায় বোদা বাজারে দোকান বন্ধ করে রাত অনুমান ১১.১৫ ঘটিকার সময় বাড়ীতে এসে বাড়ীর বাহির আঙ্গিনায় মেইন গেট খোলা দেখে দ্রুত বাসায় ঢুকে দেখেন উত্তর ভিটার দক্ষিণ দূয়ারী বসতবাড়ীর ডাইনিং স্পেসের মেঝেতে তার স্ত্রী তাসলিমা বেগম (৩২), বড় ছেলে সৈকত শেখ (১৪) ও ছোট ছেলে সায়হাম শেখ (০৮) রক্তাক্ত ও ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। এই অবস্থা দেখে তিনি চিল্লা হল্লা করলে তা শুনে তার প্রতিবেশি লোক জন ছুটে এসে ঘটনা দেখে এবং ৯৯৯-এ সংবাদ দিলে আটোয়ারী থানা পুলিশ সিআইডির ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম সহ রাত অনুমান ৩ ঘটিকায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরত হাল রিপোর্ট প্রস্তুত সহ অন্যান্য আইনগত কর্মকান্ড পরিচালনা করে। ট্রিপল মার্ডার সংঘটনের ২৪ ঘন্টার মধ্যে আটোয়ারী থানা পুলিশ কর্তৃক হত্যা কান্ডের রহস্য উদঘাটন ও হত্যা কান্ডে জড়িত মূল আসামী নবীন ইসলাম জাহিদকে গ্রেফতার এবং হত্যাকান্ডের কাজে ব্যবহৃত ছোড়া উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ। এ ঘটনায় চারজনকে আসামী করে আটোয়ারী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত তিনজন আসামীকে গ্রেফতার করেছে। এক জন আসামীকে আটকের চেষ্টা চলছে। ট্রিপল মার্ডারে নিহতদের ময়নাতদন্ত শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বোদা টিএনটি মাঠে নামাজের জানাজা শেষে নগরকুমারী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার সিরাজুল হুদা তার কার্যালয়ে প্রেস বিফিং এর মাধ্যমে সাংবাদিকদের ট্রিপল মার্ডারের তথ্য তুলে ধরেন। তিনি বলেন এই ঘটনায় জড়িত ৪ জন আসামী মাদকাসক্ত। সেখ সেলিমের মুগির ফার্মে চাকুরী করতেন। তাদের চাকুরী থেকে বিরত রাখা সহ পুর্বশন্ত্রুন্তার জেরে এই হত্যাকান্ডটি হয়েছে। তারা সেলিমকে না পেয়ে তার স্ত্রী ও দুই সন্তাকে পৈচাশিক কায়দায় হত্যা করেছে। ট্রিপল মার্ডার সংঘটনের ঘটনাটি গত বৃহস্পতিবার পঞ্চগড়ে টক অব দ্যা টাউনে পরিণত হয়। হাজার হাজার উৎসুক জনতা ট্রিপল মার্ডারের ঘটনাস্থলে এসে ভীড় জমান।
বিষয়: #অনুষ্ঠিত #আসামী #ট্রিপল #দাবী #পঞ্চগড় #ফাসিঁর #বোদা #মানববন্ধন #মার্ডার