রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের মত বিনিময়
সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের মত বিনিময়
সুনামগঞ্জ প্রতিনিধি :
আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সাংবাদিক সংস্থার সম্মেলনকে সামনে রেখে সুনামগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাতে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও জাতীয় অর্থনীতি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম।
জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি সাংবাদিক শিল্পী আল হেলালের সভাপতিত্বে ও কবি রহমান তৈয়বের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাতীয় অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক মো.আবুল বাসার মজুমদার,সহ-সভাপতি মো.মমিনুর রশীদ শাইন,সহ মহাসচিব মো.হাসান সর্দার জুয়েল,যুগ্ম মহাসচিব মো.আব্দুল মজিদ,সিলেট জেলা সভাপতি এম.এ রশীদ,মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি কুদরত পাশা ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক প্রমুখ। এ সময় দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী,দৈনিক সুনামকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ারুল হক, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি মো.শাহাবুদ্দিন আহমদ,দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন,দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী ইমন ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার সুলেমান কবীরসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি (নিবন্ধন নং ৯৫০৭৪) দৈনিক ইনকিলাব পত্রিকার সাবেক বার্তা সম্পাদক মুহাম্মদ আলতাফ হোসেনের নেতৃত্বে পরিচালিত দেশের অবহেলিত সাংবাদিক সমাজের দল নিরপেক্ষ সংগঠণ জাতীয় সাংবাদিক সংস্থা নামক সংগঠনটি গত ৪২ বছর ধরে দেশের সাংবাদিক সমাজের বহুমুখী কল্যাণ সাধনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
বিষয়: #কেন্দ্রীয় #জাতীয় #নেতৃবৃন্দ #বিনিময় #মত #সংস্থা #সাংবাদিক #সুনামগঞ্জ