সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » ছাতকে প্রধান শিক্ষকের পদত্যগের দাবিতে ৫শ’ ৮৪ জনের স্বাক্ষরিত দুটি অভিযোগ
ছাতকে প্রধান শিক্ষকের পদত্যগের দাবিতে ৫শ’ ৮৪ জনের স্বাক্ষরিত দুটি অভিযোগ
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের লাকেশ্বর পলিরগাঁও (এল.পি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আশিকুর রহমানের পদত্যগের দাবিতে সুনামগঞ্জে জেল্ াপ্রশাসক ও উপজেলা নিবাহী কর্মকতার বরাবরে ছাত্র- জনতা সাড়ে ৫ শতাধিক স্বাক্ষরিত সাধারন ছাত্র,জনতা ও অভিভাবকবৃন্দ পৃথক পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।গত রোবরার বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আশিকুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নিবাহী কর্মকতা বরাবরে সাধারন শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দেরপক্ষে নেছার আহমদ,রাজু আহমদ,মুশাদ আহমদ, মুক্তালিব আলী,জাবেল আলী,হাসান,মেহিদ হাসান,নাইমা বেগম।ছাইমা বেগম,রিমা বেগম,নুরজাহান বেগম,হুসিয়ার আলী,উস্তার আলী,জেসমিন আক্তার সহ ৫শত ৮৪ জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা যায়,২০২০সালে বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক ,লাইব্রেরিয়ান ,নৈশ্য প্রহরী ,পরিচ্ছন্নতাকারি ও আয়াসহ ৫টি পদে নিয়োগ প্রত্রিুয়া করে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্যরা না জানিয়ে বড় অংকের টাকা বিনিময় সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক মিলে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া অতিরিক্ত সেশন ফি,মাসিক বেতন,পরীক্ষার ফি এবং এস এস সি পরীক্ষাথীরা কাছ থেকে জামানত বাবত ১৫ হাজার,হাতিয়ে নেন। এসব টাকা ফেরত যোগ্য খাকলে এখনো তাদের টাকা ফেরত দেয়া হয়নি। প্রতি রাতে আধারে বিদ্যালয় খোলে নিজের পছন্দে লোক দিয়ে পকেট কমিটি গঠন করে দীর্য ১৫ বছরের ক্ষমতার দাপট দেখিয়ে বিদ্যালয়ে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আশিকুর রহমান একজন আওয়ামীলীগ নেতা ও দুনীতিবাজ, সাবেক এমপির কনিষ্ট জন। সুত্রে জানায়,লাকেশ্বর পলিরগাঁও (এল.পি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আশিকুর রহমান গত ১ জানুয়ারী ১৯৯৫ইং তারিখ হতে অদ্যবদি অত্র বিদ্যালয়কে দূর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। তার প্রধান শিক্ষক আশিকুর রহমানের দূর্নীতির বিরুদ্ধে সাধারন শিক্ষার্থীরা ও জনতা প্রতিবাদ করার কারনে বিদ্যালয়ে না এসে আতœগোপনে রয়েছে। এস,এস,সি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফলে স্বজনপ্রীতি এবং টাকা পয়সা ঘুষ নিয়ে ফলাফল পরিবর্তন করা হয়। তার এসব অনৈতিক কর্মকান্ডের কারণে সাধারন শিক্ষার্থী তথা এলাকাবাসী অতিষ্ঠ। অনেক সময় সাধারন শিক্ষার্থীরা প্রতিকার চেয়ে কোনো সুরাহা পাননি। কারণ তার দলীয় বাহিনী দিয়ে সাধারন শিক্ষার্থীদের প্রাণ নাশের হুমকি-ধামকি দেয়া হয় অভিযোগে উল্লেখ্য রয়েছে। এব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না প্রধান শিক্ষক আশিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন তদন্তপুবক আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
বিষয়: #ছাতক