সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » সিলেট » সিলেটে আরেক মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা আসামি
সিলেটে আরেক মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা আসামি
নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের আগের দিন ৪ আগস্ট (রোববার) সিলেট মহানগরীর মিরবক্সটুলাস্থ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হামলা-গুলির অভিযোগে সিলেট কোতোয়ালী মডেল থানায় আরেকটি মামলা দায়ের হয়েছে।
আজ সোমবার (২৬ আগস্ট) মহানগরীর ১৬ নং ওয়ার্ডের চারাদিঘীর পাড় এলাকার আজিজুর রহমানের ছেলে রুবেল আহমেদ (৩৫) বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলায় মামলায় তিনি সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ রনজিত সরকারসহ ৮৬ জনের নাম উল্লেখ করেছেন। আরও আসামি করেছন অজ্ঞাত ৪০-৫০ জনকে।
মামলা দায়েরের বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক উপাদানাবলী আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় এই মামলা দায়ের হয়েছে।
বিষয়: #আওয়ামী #আরেক #আসামি #ছবি #নেতারা #ফাইল #মামলা #লীগ #শীর্ষ #সিলেট