বুধবার ● ২৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » পাটলাই নদীতে বিআইডব্লিউটিএর জেটি জোরপূর্বক আটকে রাখার অভিযোগ,টোল আদায় বন্ধ
পাটলাই নদীতে বিআইডব্লিউটিএর জেটি জোরপূর্বক আটকে রাখার অভিযোগ,টোল আদায় বন্ধ
জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সুনামগঞ্জ ::
অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে পাটলাই নদীতে থাকা বিআইডব্লিউটিএর জেটি জোরপূর্বক কামালপুর এলাকা থেকে শ্রীপুর বাজারে এনে রেখেছে আটকে রেখে ছাত্র জনতা ও স্থানীয় এলাকাবাসী।
তবে বিআইডব্লিউটিএর দায়িত্বশীল লোকজন বলেছেন তাদের বৈধ কাগজপত্র আছে এবং সরকারি নীতিমালা অনুযায়ী টোল আদায় করছেন তার পরও তাদেরকে নানা ভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।
মঙ্গলবার সকাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে।
ঘটনার খবর পেয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)শামস সাদাত মাহমুদ উল্লাহ,সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। ছাত্রজনতা ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেন। এসময় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও জিয়াউর রহমান জিয়াসহ স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন বিআইডব্লিউটিএর ইজারাদারের লোকজন অতিরিক্ত টোল আদায়,লোকজনকে মারধর করাসহ নানান অভিযোগ তুলে। এই কারনে জেটি টি এখানে এনে রাখা হয়েছে।
এসময় বিআইডব্লিউটিএর ইজারাদারের দায়িত্বে থাকা এরশাদ তালুকদারসহ লোকজন জানান,আমরা সরকারী নীতিমালা অনুযায়ী ও নির্ধারিত হারে টোল আদায় করছিলাম গত ১০ দিন ধরে তা আর করতে পারছি না। আজ সকালে এই এলাকার লোকজন আমাদেরসহ বিআইডব্লিউটিএর জেটি জোরপূর্বক কামালপুর এলাকা থেকে শ্রীপুর বাজারে এনে রেখেছে। আমরা বেশী কিছু বললে মারধর করবে বিধায় তাদের কথা মত শ্রীপুর বাজারেই অীবস্থান করছি।
ইজারাদার মোহাম্মদ রতন মিয়া জানান,সকল ধরনের বৈধ কাগজপত্র থাকার পরও গত ৫ আগষ্টের পর থেকে আমার লোকজন সরকারী নীতিমালা অনুযায়ী টোল আদায় করতে পারছে না। একটি পক্ষ আমাকে নানা ভাবে হয়রানি করছে। আজ জেটি টি জোর করে নিয়ে এসেছে স্থানীয় কিছু লোকজন। তারা নানান ভাবে মনগড়া অভিযোগ দিচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর কাছে যার কোনো সত্যতা নেই একবারেই ভিত্তিহীন। আসল উদ্দেশ্য আমার কাছ থেকে অংশীদার নিত। আমি না দেয়াতেই ভিত্তিহীন অভিযোগ করে অঅমাকে হয়রানী করছে।
এসময় তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)শামস সাদাত মাহমুদ উল্লাহ জানান, আগামী রবিবার এই বিষয়ে সিদ্ধান্ত হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল অভিযোগ যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিবেন। সেই পর্যন্ত এই বিআইডব্লিউটিএর জেটি ও ইজারাদারের লোকজনের নিরাপত্তার দায়িত্ব ইউপি সদস্যকে দেন।
বিষয়: #অভিযোগ #আটক #আদায় #জোরপূর্বক #টোল #নদী #পাটলাই #বন্ধ