শনিবার ● ১ জুন ২০২৪
প্রথম পাতা » ঢাকা » ঢাকা মেডিকেলের ফুটপাত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেলের ফুটপাত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
১ জুন, শনিবার বিকেলে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) ইমন মো. ইশতিয়াক জানান, আমরা লোক মারফত খবর পেয়ে সন্ধ্যায় ঢাকা মেডিকেল ফুটপাত থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি আরও বলেন, মৃত যুবক ভবঘুরে প্রকৃতির ছিল। আশেপাশের লোকজনদের সাথে কথা বলে জানতে পারি সে এখানে থাকতো এখানে ঘুমাতো। আমরা তার পরিচয় জানতে পারিনি তবে জানার চেষ্টা চলছে। তার পরিচয় শনাক্তের জন্য (সিআইডির) ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
বিষয়: #ঢাকা