শিরোনাম:
ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিনোদন » কৃষক আন্দোলনও বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারত: কঙ্গনা রনৌত
প্রথম পাতা » বিনোদন » কৃষক আন্দোলনও বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারত: কঙ্গনা রনৌত
১২৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষক আন্দোলনও বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারত: কঙ্গনা রনৌত

বিনোদন ডেস্ক
কৃষক আন্দোলনও বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারত: কঙ্গনা রনৌত -  কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত
বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রনৌতকে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি। মান্ডির ভূমিকন্যা ২০২৪ সালের লোকসভা ভোটে জিতেও যান। কিন্তু ক্রমেই তিনি দলের গলার কাঁটা হয়ে উঠছেন। তার একের পর এক রাজনৈতিক মন্তব্য বিজেপিকে বিপাকে ফেলেছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে প্রকাশ্যে বলতে হয়েছে, কঙ্গনার মন্তব্য তার ব্যক্তিগত। সেই সব মন্তব্য বিজেপির বলে মনে করার কোনো কারণ নেই।

শুধু তা-ই নয়, দল বিবৃতি দিয়ে এই সুন্দরীকে জানিয়েছে, আর যেন কোনো বিষয়ে তিনি মুখ না খোলেন। এমন নিদান সাম্প্রতিক কালে বিজেপি আর কাউকে দেয়নি। দল তাকে মুখ খুলতে বারণ করেছে কৃষক আন্দোলন নিয়ে বেহিসেবি মন্তব্য করায়। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলন কঙ্গনা কখনও সমর্থন করেননি।

জনপ্রিয় এই নায়িকা কখনও বলেছেন, আন্দোলনকারী কৃষকেরা ‘সন্ত্রাসবাদী’। আবার কখনো বলেছেন, আন্দোলনে অংশগ্রহণকারী নারীরা ১০০ টাকা নিয়ে ধরনামঞ্চে বসেছেন। এ মন্তব্যের জন্য গত জুনে চণ্ডীগড় বিমানবন্দরে কর্তব্যরত এক মহিলা জওয়ান তাকে চড় মেরেছিলেন বলেও অভিযোগ। কুলবিন্দর কৌর নামের সেই মহিলার বিরুদ্ধে সে জন্য শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল। সেই মহিলা জওয়ানের অভিযোগ, যাকে উদ্দেশ করে কঙ্গনা ওই কুমন্তব্য করেছিলেন, তিনি তার মা। তার মা কৃষক আন্দোলনে অংশ নিয়েছিলেন। দিনের পর দিন ধরনা দিয়েছেন স্বতঃপ্রণোদিত হয়ে, ১০০ টাকা পাওয়ার লোভে নয়।

সেই কঙ্গনা এবার বিতর্কে জড়ান ওই কৃষক আন্দোলন নিয়েই অন্য মন্তব্য করায়। এক জনপ্রিয় হিন্দি দৈনিকে সম্প্রতি তিনি এক সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারের একটি ক্লিপিং তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তাতে তিনি বলেন, ‘কৃষক আন্দোলনও বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারত। কিন্তু তা হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিচক্ষণ নেতৃত্বের জন্য।’

ওই পোস্টেই তিনি লেখেন, ‘কৃষক আন্দোলন চলাকালে ধর্ষণের বহু ঘটনা ঘটেছে। ঝুলন্ত অবস্থায় বহু দেহ পাওয়া গেছে।’ তিনি এ কথাও বলেছিলেন, কৃষক আন্দোলনের পেছনে চীন ও যুক্তরাষ্ট্রের মদদ ছিল। ওটা ছিল তাদের চক্রান্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মন্তব্য বিজেপির বিরক্তির উদ্রেক করেছে হরিয়ানা বিধানসভার নির্বাচনের কারণে। আগামী ১ অক্টোবর হরিয়ানা বিধানসভার ভোট। লোকসভা নির্বাচনে ওই রাজ্যে বিজেপি ভালো ফল করেনি। ১০ আসনের মধ্যে ৫টি তারা খুইয়েছে কংগ্রেসের কাছে। মুখ্যমন্ত্রী বদল করেও কোনো লাভ হয়নি। কৃষিপ্রধান হরিয়ানা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে কংগ্রেস জোরকদমে নেমেছে। এ পরিস্থিতিতে কঙ্গনার মন্তব্য বিজেপির কাছে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। অবস্থা সামাল দিতে তাই বিজেপি বাধ্য হয় কঙ্গনার মন্তব্য থেকে দলকে দূরে রাখতে। তাকে হুটহাট মুখ খুলতে বারণ করে দেয়া হয়।

কিন্তু কঙ্গনার বিপদ অবশ্য তাতে কাটেনি, কাটেনি বিজেপিরও। মঙ্গলবার হিমাচল প্রদেশ বিধানসভায় কঙ্গনার অবিবেচক মন্তব্যের নিন্দা করে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। কঙ্গনার মন্তব্যকে কংগ্রেস আসন্ন বিধানসভা ভোটে হাতিয়ার করতে চলেছে। প্রবলভাবে সরব বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্য শরিকরাও। আপ জানিয়েছে, কৃষকদের নিয়ে বিজেপির মনোভাব কেমন, কঙ্গনার ওই মন্তব্যই তার প্রমাণ।

মহারাষ্ট্রের শিবসেনা (উদ্ধব) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, কঙ্গনা ওই মন্তব্যের জন্য ক্ষমা চাননি। তার ক্ষমা চাওয়া উচিত। দুঃখ প্রকাশও করা দরকার। বিজেপিও দুঃখ প্রকাশ করেনি, অথচ কঙ্গনা তাদেরই লোকসভা সদস্য। এ থেকেই বোঝা যায়, কৃষকদের জন্য বিজেপি যা কিছু করে ও বলে, তা স্রেফ কথার কথা।

কঙ্গনার আলটপকা মন্তব্যের সামাল কীভাবে দেয়া যায়, বিজেপির শীর্ষ নেতৃত্ব এখন সেই চিন্তায় আছে। হরিয়ানায় ১০ বছর ধরে বিজেপি ক্ষমতাসীন। এদিকে, রাজনীতিতে ঢোকার পর থেকে কঙ্গনার পেশাগত জীবনেও চলছে ভাটার টান। তেমন করে কোনো সিনেমা বক্স অফিসে সাফল্য পায়নি। এ অবস্থায় তার নতুন সিনেমা ‘ইমারজেন্সি’ সৃষ্টি করেছে নতুন বিতর্ক। আগামী ৬ সেপ্টেম্বর ‘ইমারজেন্সি’ রিলিজ করার কথা। কিন্তু তা নিষিদ্ধ করার দাবি উঠেছে। একান্তই রিলিজ হলে আপত্তিকর অংশ বাদ দেয়ার দাবি করা হয়েছে।

কঙ্গনার বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছে শিখসমাজ। এই সমাজের দাবি, ওই সিনেমায় শিখ সম্প্রদায়ের মর্যাদাহানি হয়েছে। তাদের ‘সন্ত্রাসবাদী’ হিসেবে দেখানো হয়েছে। শিখ সম্প্রদায়ের ধর্মীয় নিয়ন্ত্রক সংস্থা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির (এসজিপিসি) প্রধান হরজিন্দর সিং ধামি কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করার দাবি জানিয়ে বলেন, সিনেমায় শিখসমাজকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখানো হয়েছে। এটা ভুল নয়, এটা ইচ্ছাকৃত। কঙ্গনা ‘ইমারজেন্সি’তে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি সিনেমাটির অন্যতম প্রযোজক।

এই সিনেমার জন্য কঙ্গনাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে। এক ভিডিওতে ভিকি থমাস সিং নামের এক শিখ নেতাকে বলতে শোনা গেছে, শিখ সম্প্রদায়কে সন্ত্রাসবাদী দেখালে মনে রাখবেন, যার (ইন্দিরা গান্ধী) জীবনের ঘটনা নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে, তার পরিণতি কী হয়েছিল। শিখ যদি নিজের গলা কাটাতে পারে, তাহলে অন্যের গলাও কাটতে পারে। ওই ভিডিওতেই কঙ্গনার উদ্দেশে অন্য একজনকে বলতে শোনা যায়, এর আগে আপনি থাপ্পড় খেয়েছিলেন। এই সিনেমা রিলিজ করলে সরদারেরা আপনাকে জুতোপেটা করবে।

ওই ভিডিও কঙ্গনা নিজেও দেখেছেন। এক্স হ্যান্ডেলে ভিডিওটি দিয়ে তিনি ট্যাগ করেছেন মহারাষ্ট্র, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের পুলিশকে। সঙ্গে লিখেছেন,‘দয়া করে ভিডিওটি দেখুন।’ এভাবেই কঙ্গনা নিজেকে বিপদে ফেলেছেন, দলকে ফেলেছেন বিপাকে।



বিষয়: #


আর্কাইভ

--- --- --- --- --- আমি কয়েকটি লাইভ স্ট্রিমিং টক শো করব এবং আপনাদের সবাইকে আমার “কারেন্ট” অ্যাফেয়ার্সে অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাই! আপনি কি আমার টক শোতে থাকতে আগ্রহী হবেন? --- বাঙ্গালী সাজে ট্রাফিক নিয়ন্ত্রণে বিদেশিনী! ???? --- ফেনী ও হবিগঞ্জে ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজ পরিচালনা করছে কোস্টগার্ড। যোগাযোগ করুন ::- ফেনী:- ০১৭৬৯৪৪২৯৯৯,০১৭৬৯৪৪২৫৯১ , হবিগঞ্জ: - ০১৭৬৯৪৪১৯৯৯,০১৭৬৯৪৪১৩৩৩ --- আপনাদের লেখা আমাদের অনলাইন পত্রিকায় প্রকাশ বা প্রচার করতে চান ? ই-মেইল ঠিকানা:: [email protected] ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাণীনগর-আত্রাইয়ে আওয়ামীলীগ-ছাত্রলীগের দুই নেতাসহ ৬জন গ্রেফতার
মুন্সিগঞ্জে কারখানা গোডাউনে থেকে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
বিদেশি পণ্য পরিবহনের মাধ্যমে রেল নেটওয়ার্কে যুক্ত হল মোংলা বন্দর
নিরাপত্তা ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত
চার বন্দির মরদেহ ইসরায়েলকে হস্তান্তর করছে হামাস
৭ অপরাধী চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলো কানাডা
রাণীনগরে যুবককে মারপিট ও মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিলেন সরকার
কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
সিলেটে সমন্বয়ক গালিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ভোলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে আটক ৪
ছাতকে ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শুন্য থেকে কোটিপতি
তিন সদস্য তদন্ত কমিটি গঠন ছাতকে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
সীমান্তে চিলমারীতে অস্ত্রসহ যুবক আটক
পুলিশ সদস্যের বাড়িতে লুটপাট ভাংচুর
ফেনীতে পিকআপভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৫
১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সশস্ত্র বাহিনীর সাফল্য
বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে ৩৫১ কোটি টাকা অর্থায়ন বাতিল করলো যুক্তরাষ্ট্র
‘পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন বিধান বাতিল’
সিএনজি চালকদের জরিমানা, কারাদণ্ডের নির্দেশনা বাতিল
ছাতকে অপারেশন শয়তানের খোজেজেলা ছাত্রলীগ নেতা পাপু গ্রেপ্তার
এবারের ডিসি সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় আইনশৃঙ্খলার উন্নয়ন
জাহাঙ্গীরের লাশ মিরপুর রেলওয়ে ষ্টেশন থেকে উদ্ধার
কোস্টগার্ডের অভিযানে ২ লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ
সিলেটের সিলাম রিজেন্ট পার্কের ভেতরে রুম ভাড়া নিয়ে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ১২ জন কিশোর-কিশোরী আটক।
চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ‘স্যালভেজ কর্মশালা ২০২৫’ অনুষ্ঠিত
সেন্টমার্টিন দ্বীপের ৩ রিসোর্টের আগুন নিয়ন্ত্রনে আনতে ভূমিকা রাখল কোস্টগার্ড
নৌবাহিনী ও অন্যান্য সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় সেন্টমার্টিনে ৩টি রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে
অসহায় মানুষদের মাঝে ছাত‌কে গো‌বিন্দগঞ্জ আল আরাফাহ ব‌্যাংক শাখার উদ্দ্যো‌গে তিন শতা‌ধিক কম্বল বিতরন