সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » নাগরিক সংবাদ » ভোগ দখল করে খাচ্ছেন খুলনা সোনাডাঙ্গার ৫তলা বাড়িটি
ভোগ দখল করে খাচ্ছেন খুলনা সোনাডাঙ্গার ৫তলা বাড়িটি
” খুলনা সোনাডাঙ্গার আওয়ামী শ্রমিক লীগ সন্ত্রাসী এস এম ইমরুল আলম তার বিধবা মা, ভাই, বোনদের বিতারিত করে বিগত ১৪ বছর ধরে একাই ভোগ দখল করে খাচ্ছেন খুলনা সোনাডাঙ্গার ৫তলা বাড়িটি “
মাজেদা বেগম খুলনা সোনাডাঙ্গা আবাসিক এলাকার (১ম ফেজ) ৮ নং রোডের ১৫৮ নং বাড়ির মালিক মৃত এস এম খায়রুল আলম এর স্ত্রী। সোনাডাঙ্গার এই ৫তলা বাড়িটি ১৯৮৬ সালে নির্মাণ হওয়ার পর থেকেই স্বামী এবং সন্তানাদিসহ বসবাস করে আসছিলেন। এমতাবস্থায়, বিগত ২২/০৯/১৯৯৭ তারিখে তার স্বামী এস এম খায়রুল আলম মৃত্যুবরণ করেন, মৃত্যুকালে তিনি একমাত্র স্ত্রী, ৩ ছেলে এবং ২ মেয়ে রেখে যান (ওয়ারিশ কায়েম সনদ সংযুক্ত)। বাড়ির বড় ছেলে এস এম ইমরুল আলম বড় হওয়ার পর থেকে চট্টগ্রামে দীর্ঘদিন চাকরি ও বসবাস করে এবং চট্টগ্রামে থাকা অবস্থাতেই বিবাহ করে। মাজেদা বেগম তার স্বামীর তৈরি করা এই ৫তলা বাড়িটিতে সন্তানাদিসহ বসবাস করতেন এবং এই বাড়িটি পরিচালনা করতেন।
এমতাবস্থায়, ২০১০ সালে একদিন হঠাৎ করে এই বাড়ির বড় ছেলে এস এম ইমরুল আলম আওয়ামী শ্রমিকলীগ ক্যাডারসহ রাজনৈতিক পরিচয়ে তার স্ত্রী সন্তানাদি নিয়ে এই বাড়িতে ৫ম তলায় উঠে এবং বাড়িটি দখল করে নেয় এবং তার বিধবা মাকে এবং ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই বাড়িতে এখন থেকে আর কেউ থাকতে পারবে না বলে হুমকি দেয় এবং প্রচন্ড ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক বাড়ি থেকে সবাইকে বের করে দেয় এবং তখন থেকে এই বাড়ির নিয়ন্ত্রন নেয় এবং ভোগ দখল করতে থাকে। এই ৫তলা বাড়িটিতে ইমরুল তার স্ত্রী সন্তানসহ অদ্যবধি বিগত ১৪ বছর ধরে বসবাস করে আসছে এবং বাড়িটির অন্যান্য সব ফ্লোর ভাড়া দিয়ে সম্পূর্ণভাবে একাই ভোগ দখল করে আসছে। তার ভয়ে তার মা ও ভাই বোনরা তাদের এই ৫তলা বাড়িটিতে যেতে পারেনা, গেলেই প্রাণনাশের হুমকি দেয় (জিডি নং ২০৫, তাং ০৫/০৫/২০১৮ ইং, খুলনা সোনাডাঙ্গা মডেল থানা) এবং সে এখনও এই বাড়িটি কুক্ষিগত করে আছে ও বসবাস করছে। ইমরুল আলম স্থানীয় আওয়ামী শ্রমিকলীগের রাজনীতি করেন এবং একজন ক্যাডার। সে আওয়ামী স্বৈরাচারের দোসর এবং ২০২৪ এর গণহত্যায় আওয়ামী শ্রমিক লীগের হয়ে খুলনা মহানগরে দলীয় ক্যাডার হিসাবে অংশগ্রহন করেছে বলে জানা গেছে।
এমতাবস্থায়, তার বিতাড়িত বিধবা মা মাজেদা বেগম দীর্ঘদিন অসহায় মানবেতর জীবন যাপন করে, অবর্ণনীয় কষ্ট, অর্থাভাব ও রোগভোগের পর বিগত ২০শে জুন ২০২৪ তারিখে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন।
এখন স্বাধীন এই বাংলাদেশে আমরা এই জুলুমের বিচার চাই, তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
বিষয়: #দখল #ভোগ