বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খুলনা » কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক
কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক
মনির হোসেন, মোংলা ::
অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রুপসা উপজেলার খেঁজুরতলা ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র, হাত বোমা ও বিদেশী পিস্তুলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে।
এসময় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত আরো বিভিন্ন আলামত জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মুহসীন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, খুলনা জেলার রূপসা উপজেলাধীন খেজুর তলা ঘাট সংলগ্ন এলাকায় একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উক্ত এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন রূপসা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী আসিফ মাহমুদ (২৯) এবং তার বিশ্বস্ত সহযোগী শেখ মাহমুদ হাসান (৩৮) কে তল্লাশি করে১টি অবৈধ বিদেশী ৯এমএম পিস্তল এবং ২টি ফাঁকা ম্যাগাজিন জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক আভিযানিক এলাকায় তাদের আরও কয়েকটি আস্তানা রয়েছে বলে জানা যায়। উক্ত তথ্যের ভিত্তিতে রূপসা থানা পুলিশের সাথে একাধিক আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করে আরও ২টি ওয়ান শুটার গান, ৩টি দেশীয় তাজা হাত বোমা ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ রূপসা থানায় হস্থান্তর করা হয়।
বিষয়: #অভিযান #গোপন #সংবাদ