সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আসাদুজ্জামান নূর গ্রেপ্তার
আসাদুজ্জামান নূর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় রাজধানীর বেইলী রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি মিডিয়া উইং আরও জানিয়েছে, তিনি মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি। শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান নূর । ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি নীলফামারী-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।
বিষয়: #আসাদুজ্জামান #গ্রেপ্তার #নূর