মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক
ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক
মনির হোসেন, বজ্রকণ্ঠ নিজস্ব প্রতিবেদক:
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের সন্ত্রাসীদের গডফাদার মিজানুর রহমানসহ ৭ সন্ত্রাসীকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
গত সোমবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল- হক।
তিনি বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়নে সন্ত্রাসীদের গডফাদার মিজানুর রহমান মিয়াজী এর নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও জুলুমের মত অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীনও হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে ১১টা হতে ১৬ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ভোলা জেলার সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর আলাউদ্দিন মিয়াজী বাড়ি, পালোয়ান বাড়ি এবং মিজির বাড়ি তল্লাশী করে সন্ত্রাসী বাহিনীর প্রধান মোঃ মিজানুর রহমান মিয়াজী (৪৫) এবং তার সহযোগী মোঃ মিরাজ (২২) সহ সর্বমোট ০৭ জন সন্ত্রাসীকে ২৫ টি দেশীয় অস্ত্র এবং ৮ টি কাঠের ব্যাটনসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত দেশীয় অস্ত্র ও সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #অভিযান #অস্ত্রসহ #আটক #কোস্টগার্ড #দেশীয় #ভোলা #সন্ত্রাসী