মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩০হাজার টাকা জরিমানা
সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩০হাজার টাকা জরিমানা
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
ছাতকে সুরমা নদীতে ড্রেজিং মেশিন বসিয়ে চলছে বালু উত্তোলন। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সুরমা নদীবেষ্টিত অনেক গ্রাম পড়েছে হুমকির মুখে। এরই মধ্যে উপজেলার ইসলামপুর ইউপির গোয়ালগাওসহ ২০টি গ্রাম নদীতে বিলীন হওয়ার হুমকিতে রয়েছে। সুরমা নদীর তীরে অবস্থিত অর্থনৈতিক জোন অঞ্চলও রয়েছে হুমকির মুখে।
গত মঙ্গলবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বালু উত্তোলনের সংবাদে পেয়ে সুরমা নদীর গোয়ালগাও গ্রাম এলাকায় অভিযান চালান।
এ সময় বাল্কহেডের কোন বৈধ কাগজপত্র না থাকায় অভ্যান্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর ৬১ ধারা আইনে সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাছির সজীব দাশ(২৭)কে মোবাইল কোটের মাধ্যমে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে। সে সিলেটের কোম্পানীগঞ্জ থানার পারকুল গ্রামে দশরাজ দাশের ছেলে সজীব দাশ(২৭)।
এ সময় সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাছির, ছাতক নৌ পুলিশ ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। তবে অভিযানের সময় অন্যরা পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ছাড়া ওই ইউনিয়নের সুরমা,চেলা,মরা চেলা সোনাই নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে এলাকায় সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই সিন্ডিকেট ১৬ বছর ধরে প্রশাসনকে হাত করে সুরমা,মরা চেলা ও সোনাই নদী থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করছে।
এব্যাপারে বালু উত্তোলন সমিতির সভাপতি আব্দুস সাত্তার ও সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন জানান, অনেকেই সুরমা,চেলা মরা চেলা ও সোনাই নদী থেকে বালু উত্তোলন করছেন। প্রভাবশালী একটি সিন্ডিকেট চত্রেুর ছত্রছায়ায় এ বালু উত্তোলন হয়ে আসছে। তারা দিনে অচল রাতে ড্রেজার সচল হয়ে সারা রাতে শত শত অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হতো। এসব নদী থেকে এলাকায় প্রায় ১৬ বছরের আওয়ামীলীগের এমপির মুহিবুর রজমান মানিকের নিদেশে নেতাকমীরা ৫শত কোটি টাকা বালু পাথর ও ভিট বালু লুটপাট করেছেন। এখনো যুবলীগ ছাত্রলীগ নামধারী রাতে অন্ধকারে অবৈধ ড্রেজার দিয়ে লুটপাট চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসন,ছাতকে কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিত ভাবে অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাছির।
বিষয়: #অবৈধভাবে #আনোয়ার #উত্তোলন #জরিমানা #টাকা #নদী #বালু #রনি #সুরমা #হাজার #হোসেন