রবিবার ● ২ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন
প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন
নরসিংদীর পলাশে প্রেমিকাকে হত্যার দায়ে জাহাঙ্গীর মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
২ জুন, রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আলাদতের বিচারক আ ন ম ইলিয়াস এই রায় প্রদান করেন।
এসময় যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে বিশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি জাহাঙ্গীরের সঙ্গে পলাশের তারগাঁও গ্রামে অবস্থিত ব্র্যাক অফিসের বাবুর্চি রিতা বেগমের প্রেমের সম্পর্ক হয়। গত ২০২২ সালের ৭ অক্টোবর ব্র্যাক অফিসের একটি কক্ষে জাহাঙ্গীর তার প্রেমিকা রিতার সঙ্গে রাত্রিযাপন করে। এসময় রিতা বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে এক পর্যায়ে জাহাঙ্গীর রিতাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে অভিযুক্ত জাহাঙ্গীরের নামে হত্যা মামলা দায়ের করে। পরে আদালত স্বাক্ষীদের জেরাসহ হত্যার বিভিন্ন আলামত পর্যালোচনা করে মাত্র ৭ কার্য দিবসের মধ্যে এই রায় প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হালিম জানান, অভিযোগ গঠন থেকে রায় পর্যন্ত মাত্র ৭ কার্য দিবসের মধ্যে আমরা বাদী পক্ষকে একটি হত্যা মামলার রায় এনে দিতে সক্ষম হয়েছি। এ ঘটনায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত প্রেমিক জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। আসামিপক্ষ অর্থদণ্ডের টাকা প্রদান করতে না পারলে আরও ১ বছরের কারাদণ্ড প্রদানের নির্দেশ দেন আদালত।
বিষয়: #যাবজ্জীবন